রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ২৫ নভেম্বর ২০২৪ | ১০ অগ্রহায়ণ ১৪৩১ | ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে নেত্রী পরিচয় দেয়া সেই নারী মৎসজীবী লীগের কেউ না
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোসণিঃ
সাভারে লকডাউন উপেক্ষা করে সড়কে বেরিয়ে মোবাইল কোর্টকে মৎসজীবী লীগের নেত্রী পরিচয় দেয়া কবিতা খানম সংগঠনের কেউ নন বলে জানিয়েছেন সংগঠনের সাভার উপজেলা কমিটির নেতারা।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সংগঠনটির সাভার উপজেলার সভাপতি ফেরদৌসুর রহমান ও সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাকিব এ তথ্য জানিয়েছেন।
অভিযুক্ত ওই নারীর নাম ববিতা খানম। তিনি বিভিন্ন জায়গায় সাভার উপজেলা মৎসজীবী লীগের মহিলা বিষয়ক সম্পাদকের পরিচয় দেন বলে অভিযোগ।
সভাপতি ফেরদৌসুর রহমান বলেন, ববিতা নামে আমাদের সংগঠনে কেউ নাই। তার নামে থানায় অভিযোগও করা হয়েছে। এছাড়া তার দ্বারা কোনভাবে হয়রানির শিকার হন সে দায় মৎসজীবী লীগ নেবে না।
সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম সাকিব বলেন, আমাদের উপজেলা কমিটির মহিলা বিষয়ক সম্পাদক হলেন বিলকিস বেগম। ববিতা নামে কেউই আমাদের সংগঠনে নেই। তবে আমরা শুনেছি তিনি আমাদের পরিচয় ব্যবহার করছেন। এজন্য আমরা সবাইকে সচেতন করতে চাই। এ ঘটনায় আমরা আইনগত ব্যবস্থা আশা নেবো।
প্রসঙ্গত, সরকার ঘোষিত আটদিনের লকডাউনের প্রথমদিন ব্যক্তিগত গাড়ি নিয়ে বেরিয়ে ভ্রাম্যমাণ আদালতের জেরার মুখে পড়লে নিজেকে সাভার উপজেলা মৎসজীবী লীগের মহিলা বিষয়ক সম্পাদিকার পরিচয় দেন তিনি। তবে খোঁজ নিয়ে জানা যায় তিনি দলের সঙ্গে যুক্ত নন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.