রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে বকেয়া পাওনা পরিশোধের দাবিতে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ
রেদোয়ান হাসান সাভার, ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সাভারের একটি তৈরি পোশাক কারখানার ছাঁটাই ও অব্যাহতি দেওয়া শ্রমিকদের আইনগত বকেয়া পাওনা পরিশোধের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করে কারখানাটির সামনে অবস্থান করছেন ভুক্তভোগী শ্রমিকরা।বুধবার (২২ ডিসেম্বর) দুপুর সাড়ে বারো টার দিকে সাভারের উলাইল বাস স্ট্যান্ড সংলগ্ন কর্ণপাড়া এলাকার প্রাইড গ্রুপের এইচ আর টেক্সটাইল কারখানার প্রায় ৬০ জন শ্রমিক এই বিক্ষোভ কর্মসূচী পালন করেছেন।শ্রমিকরা জানায়, কারখানা কতৃপক্ষ শ্রমিকদের আইনগত বকেয়া পাওনাদি পরিশোধ না করে টালবাহানা করেছেন। এছাড়া কতৃপক্ষ জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে শ্রমিকদের বকেয়া না দিয়ে দীর্ঘ দিন ধরে টালবাহানা করছেন। তাই পাওনাদি পরিশোধের দাবিতে এই কর্মসূচী পালন করছি।ভুক্তভোগী শ্রমিক রোজিনা বলেন, আমাদের জোর করে অব্যাহতি পত্রে স্বাক্ষর নিয়ে কারখানা থেকে বের করে দেওয়া হয়েছে। কিন্তু বকেয়া ও আইনগত পাওনাদি পরিশোধ করে নাই। আমরা কারখানার সামনে কতৃপক্ষের সাথে যোগাযোগ করতে চাইলে কেউ যোগাযোগ করে নি। বরং আমাদের গালিগালাজ করে সরিয়ে দেওয়ার চেষ্টা করেন।অপর শ্রমিক রফিকুল ইসলাম বলেন, আমাদের হঠাৎ করেই কতৃপক্ষ কৌশলে ছাঁটাই করেছেন। কিন্তু তারা আইন মেনে পাওনাদি পরিশোধ করেন নি। এই মহুর্তে আমরা অনিশ্চয়তায় ভুগছি। এখন আমরা চাকরিও পাচ্ছি না। আমরা অমানবিক জীবন যাপন করছি। আমরা বাসা ভাড়া দিতে পারছি না।এ ব্যাপারে টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক রতন হোসেন মোতালেব জানান, অন্যায়ভাবে শ্রমিকদের সাদা কাগজে স্বাক্ষর নিয়ে কাজ থেকে বিরত রাখে কারখানা কর্তৃপক্ষ অমানবিকতার পরিচয় দিয়েছেন অবিলম্বে শ্রমিকদের আইনগত বকেয়া বেতন-ভাতা পরিশোধের দাবি জানান তিনি।এ সময় উপস্থিত ছিলেন, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, সাভার আশুলিয়া ধামরাই আঞ্চলিক কমিটির সভাপতি শাহ্ আলম, গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরামের সাভার থানা কমিটির সভাপতি কবির হোসেন মনির, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্টের সাভার আশুলিয়া আঞ্চলিক কমিটির সাধারণ সম্পাদক আহমেদ জীবনসহ ছাঁটাইকৃত শ্রমিকরা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.