রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সাভারে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালককে হত্যা চেষ্টার প্রতিবাদে সমাবেশ
আব্দুল জলিল মিয়া সাভার (আশুলিয়া), ঢাকা দৈনিক শিরোমণিঃ বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার প্রতিবাদে শিল্পাঞ্চল সাভারে প্রতিবাদ সভা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ঢাকা-আরিচা মহাসড়কের সাভারে বাসস্ট্যান্ডে আজ রবিবার (৭ নভেম্বর) সকাল সাড়ে ১১টার দিকে এ কর্মসূচি পালন করা হয়।সাভার প্রেসক্লাবের সদস্য ও নিউজ২৪ টিভি এবং বাংলাদেশ প্রতিদিনের সাভার প্রতিবেদক নাজমুল হুদা’র সভাপতিত্বে এ কর্মসূচি থেকে বসুন্ধরার এমডি সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানানো হয়। পাশাপাশি আনভীরের নিরাপত্তা জোরদারের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।স্থানীয় সাংবাদিক ও তৃতীয় মাত্রা পত্রিকার সাভার প্রতিনিধি সোহেল রানার সঞ্চলনায় বক্তব্য রাখেন সাভার প্রেসক্লাবের সদস্য ও ভোরের পাতা পত্রিকার সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি, সাংবাদিক ওমর ফারুক, রাজিব মাহমুদ, রওশন আলী, রিপন মিয়া ও আহমেদ জীবন প্রমুখ।সাংবাদিক তোফায়েল হোসেন তোফা সানি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ব্যবসায়ীবান্ধব ও জনবান্ধব। তিনি আইনের শাসন প্রতিষ্ঠা সবসময়ই কাজ করে যাচ্ছেন। এমন পরিস্থিতে দেশের শীর্ষ ব্যবসায়ী বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) সায়েম সোবহান আনভীরকে হত্যাচেষ্টা কোনোভাবেই মেনে নেয়া যায় না। এর নেপথ্যে সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুনসহ যারা নীল নকশা করছেন তাদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। তাদের গ্রেপ্তার না হওয়া পর্যন্ত কর্মসূচি চলবে। প্রয়োজনে মাননীয় প্রধানমন্ত্রীর তত্ত্বাবধানে নিরেপক্ষ তদন্ত কার্যক্রম পরিচালিত হউক। অপরাধীর যতই শক্তিশালী হয় না কেন তাদের গ্রেপ্তারের দাবি জানাই।সাংবাদিক নাজমুল হুদা বলেন, বিশিষ্ট ব্যবসায়ী সায়েম সোবহান আনভীরকে হত্যার নির্দেশদাতা হুইপ সামশুল হক চৌধুরী ও তার ছেলে শারুন চৌধুরীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানাই। যাতে ব্যবসায়ী মহলে স্বস্তি থাকে।মানববন্ধনে একাত্মতা প্রকাশ করে আরো বক্তব্য রাখেন সাভারের ব্যবসায়ী নেতা নুর হোসেন, জুলফিকার আলী ভুট্টো, ছাত্রলীগ নেতা সাইদুর রহমান সঞ্চয় প্রমুখ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.