1. bdweb24@gmail.com : admin :
  2. tamimshovon@gmail.com : বরিশাল ব্যুরো প্রধান : বরিশাল ব্যুরো প্রধান
  3. sheikhmihadbabu@gmail.com : cmlbru :
  4. mintuchattagram@gmail.com : চট্রগ্রাম ব্যুরো প্রধান : চট্রগ্রাম ব্যুরো প্রধান
  5. rakibw305@gmail.com : ঢাকা ব্যুরো প্রধান : ঢাকা ব্যুরো প্রধান
  6. shahidur068@gmail.com : স্টাফ রিপোর্টারঃ : স্টাফ রিপোর্টারঃ
  7. kmsiddik07@gmail.com : ফরিদপুর ব্যুরো প্রধান : ফরিদপুর ব্যুরো প্রধান
  8. shamratjhenaidah@gmail.com : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান : সম্রাট শাহ খুলনা ব্যুরো প্রধান
  9. md.alamgir.nuhalalg00@gmail.com : ময়মনসিংহ ব্যুরো প্রধান : ময়মনসিংহ ব্যুরো প্রধান
  10. mdruhel66@gmail.com : আমজাদ হোসেন রাজশাহী ব্যুরো প্রধান : রাজশাহী ব্যুরো প্রধান
  11. fajlurrahaman024@gmail.com : রংপুর ব্যুরো প্রধান : রংপুর ব্যুরো প্রধান
  12. rubelusa1@gmail.com : রুবেল আহমেদ : রুবেল আহমেদ
বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫, ১২:৫৮ অপরাহ্ন

সাভারে বাসযাত্রা মানেই ডাকাতির ভয়

রেদোয়ান হাসান, সাভার উপজেলা প্রতিনিধি
  • আপডেট : শনিবার, ১২ এপ্রিল, ২০২৫
রেদোয়ান হাসান, সাভার উপজেলা প্রতিনিধি: ঢাকা-আরিচা মহাসড়কে চলন্ত বাসে প্রায়ই ঘটছে ডাকাতির মত ঘটনা। এতে সঙ্গে থাকা নগদ টাকা, মোবাইল, স্বর্ণালংকার সহ মূল্যবান জিনিসপত্র হারাচ্ছেন যাত্রীরা। একই স্থানে কিংবা তার কয়েক কিলোমিটারের মধ্যেই বারবার এমন ঘটনা ঘটলেও অধিকাংশ ক্ষেত্রেই পুলিশের ভূমিকা নিয়ে উঠেছে প্রশ্ন।
এবার ঘন্টা খানেক সময়ের ব্যবধানে ঢাকা-আরিচা মহাসড়কের পৃথক স্থানে চলন্ত বাসে ঘটেছে ডাকাতির দুই ঘটনা। যাত্রী সেজে বাসে ওঠে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে যাত্রীদের সর্বত্র লুটে নেয় ডাকাতরা।
শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কের ব্যাংক টাউন এলাকা সংলগ্ন ব্রিজের ওপর ঢাকামুখী সাভার পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৩-০৭০৬) একটি যাত্রীবাহী বাসে এই ছিনতাইয়ের ঘটনা ঘটে। এর কিছুক্ষণ পর একই মহাসড়কের সিএনবির পাশে রাজধানী পরিবহন নামের আরেকটি বাস ডাকাতের কবলে পড়ে।
এ সময় ব্যাংক টাউন এলাকায় সাভার পরিবহন বাসটিতে থাকা তায়েফুর রহমান নামে সাভারের স্থানীয় একজন সিনিয়র সাংবাদিকও ছিনতাইয়ের শিকার হন।
সাংবাদিক তায়েফুর রহমান বলেন, ‘বেলা ১২টার দিকে শ্যামলী যাওয়ার উদ্দেশ্যে স্ত্রী ও বাচ্চাকে সাথে নিয়ে ব্যাংক টাউন থেকে বাসটিতে উঠি আমরা। ব্যাংক টাউন পার হয়ে পুলিশ টাউনের আগের ব্রিজের ওপর বাসটি উঠতেই বাসে আগে থেকেই অবস্থান করা তিন থেকে চারজন যুবক ছুরি হাতে বাসে থাকা নারী যাত্রীদের লক্ষ্য করে তাদের কাছে থাকা চেইন, স্বর্ণালংকার ছিনিয়ে নিয়ে যায়। এ সময় তারা আমার স্ত্রীর গলায় থাকা লকেটসহ একটি স্বর্ণের চেইনও ছিনিয়ে নেয়।’
‘বাসে প্রায় ২০ থেকে ২৫ জন যাত্রী ছিল। তবে ছিনতাইকারীরা কারো ফোন অথবা ডিভাইস নেয়নি। শুধু নারী যাত্রীদের টার্গেট করে তারা। ছিনতাইকারীরা বাসে থাকা অন্তত তিন নারী যাত্রীর কাছ থেকে চেইন ছিনিয়ে নিয়েছে’, যোগ করেন তিনি।
‘যদিও তাৎক্ষণিকভাবে ছিনতাইয়ের বিষয়ে বাসটিতে থাকা অন্যান্য যাত্রীদের সাথে যোগাযোগ করা সম্ভব হয়নি।’
তায়েফুর রহমান আরও জানান, পরবর্তীতে বাসটি গাবতলীতে আসার পর যাত্রীরা বাসের চালককে একটি কাউন্টারে নিয়ে গিয়ে আটকে রাখে। পরে তিনি সেখান থেকে চলে যান।
অপরদিকে, এই ঘটনার প্রায় ঘন্টাখানেক পর একই মহাসড়কের সাভারের সিএন্ডবি এলাকায় মিরপুরগামী রাজধানী পরিবহনের একটি বাসে উঠে তিন ডাকাত। এ সময় ধারালো অস্ত্রের ভয় দেখিয়ে যাত্রীদের কাছ থেকে নগদ টাকা, মোবাইল ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়।
উল্লেখ্য, সম্প্রতি সাভারের মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ঢাকা-আরিচা মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে, বিশেষ করে ব্যাংক টাউন এলাকাসহ ছিনতাইপ্রবণ যে-সব এলাকা রয়েছে, সেসব স্থানে বিশেষ চেকপোস্ট কার্যক্রম পরিচালনা করছে ঢাকা জেলা পুলিশ।
মহাসড়ক ও চলন্ত বাসে ছিনতাই প্রতিরোধে ৫ এপ্রিল থেকে পুলিশের পক্ষ থেকে এমন কার্যক্রম শুরু করা হয়েছে বলে জানিয়েছিলেন ঢাকা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহীনুর কবির।
পরবর্তীতে সাভারের ব্যাংক টাউনসহ বিভিন্ন এলাকায় সরেজমিনে গিয়ে দেখা যায়, সেসব এলাকায় অবস্থান নিয়ে সড়কে চলাচলরত বিভিন্ন যাত্রীবাহী বাস, বিশেষ করে লোকাল বাসগুলো থামিয়ে তল্লাশি কার্যক্রম পরিচালনা করছে সাভার মডেল থানা পুলিশ ও ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের একাধিক টিম।
এ সময় বাসে উঠে যাত্রীদের কোনো ধরনের সমস্যা রয়েছে কিনা, সন্দেহজনক কিছু দেখছেন কিনা সেটি জিজ্ঞাসার পাশাপাশি যাত্রীদের উদ্দেশ্যে বিভিন্ন সচেতনতামূলক নির্দেশনা দিতে দেখা যায় পুলিশ কর্মকর্তাদের।
পুলিশের চলমান এই চেকপোস্ট এবং তল্লাশি কার্যক্রমের মধ্যেই আবারও আজও চলন্ত বাসে এই দুইটি ছিনতাইয়ের ঘটনা ঘটলো।
Facebook Comments
no views

Please Share This Post in Your Social Media

এই বিভাগের আরো সংবাদ
© ২০২২ দৈনিক শিরোমনি