বুধবার ( ৮ মার্চ) দুপুরে সাভারে ধসে পড়া রানা প্লাজার সামনে এ সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সমাবেশের সভাপতিত্ব করেন বাংলাদেশ গার্মেন্টস এন্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সিনিয়র সহ-সভাপতি সুমাইয়া ইসলাম।
এসময় বক্তারা বলেন,অবিলম্বে মজুরি বোর্ড গঠন করে ন্যূনতম মূল বেতন ১৬ হাজার টাকা এবং মোট ২৪ হাজার টাকা” গার্মেন্টস শ্রমিকের ৩ টি গ্রেডসহ বার্ষিক ১০% ইনক্রিমেন্ট” গার্মেন্টস শ্রমিকদের জন্য স্বল্পমূল্যে রেশনিং ব্যবস্হা চালু” নূন্যতম মজুরি বোর্ডে অভিজ্ঞ সেক্টরাল শ্রমিক প্রতিনিধি নির্বাচিত” গার্মেন্টস নারী শ্রমিকদের ৬ মাসের মাতৃত্বকল্যাণ ছুটি ও বাংলাদেশ শ্রম আইনের সকল কালাকানুন আইন বাতিল করার দাবি জানান।
এসময় বক্তারা আরো জানান, সিংগাইরে অবস্থিত বিউটিফুল জ্যাকেটস লিমিটেড বন্ধ কারখানা অবিলম্বে চালু করে শ্রমিক কর্মচারীদের বকেয়া বেতন ভাতা সহ অন্যান্য পাওনাদি পরিশোধ করার আহবান জানান।
অন্যথায় নিয়মতান্ত্রিক ভাবে গনতান্ত্রিক পদ্ধতিতে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে দাবি আদায় করা হবে।
এসময় উপস্থিত ছিলেন, গার্মেন্টস শ্রমিক ও শিল্প রক্ষা জাতীয় মঞ্চের নেত্রী কামরুন নাহার,ইসমাইল ইসলাম ঠান্ডু,পারভীন আক্তার, টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক তপন সাহা, ঢাকা জেলা কমিটির সভাপতি মিজানুর রহমান, জাহাঙীর আলম, সেলিনা হোসাইন,আবু কালাম,নুরুজ্জামান,রেজাউল করিম,সুকুমার,ইব্রাহিম প্রমূখ।