আব্দুল জলিল মিয়া সাভার আশুলিয়া ঢাকা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ ঢাকা সাভার উপজেলার বিরুলিয়া ইউনিয়নে সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ১৩ টি পূজামণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ বিতরণ করা হয়।ঢাকা জেলা পরিষদের সদস্য ও আসন্ন বিরুলিয়া ইউপি নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী হাজী মোঃ সেলিম মন্ডল পূজামণ্ডপের প্রতিনিধির কাছে উপস্থিত হয়ে এসব অর্থ বিতরণ করেন।বুধবার (১৩ অক্টোবর) সকালে উপজেলার বিরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপে এসব অর্থ বিতরণ অনুষ্ঠানে অতিথি ছিলেন সাভার থানা যুবলীগের সিনিয়র যুগ্ন সাধারন সম্পাদক হাজী মোঃ মহাসিন মন্ডল, বিরুলিয়া ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল হামিদ, ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক মোঃ জুয়েল মন্ডল, ইউনিয়ন যুবলীগের সহ-সভাপতি মোঃ সোহেল মন্ডল, সাভার পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোঃ রুবেল মন্ডল, ঢাকা জেলা উত্তর ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মুরাদ আলী পাপ্পু।এতে প্রধান অতিথির বক্তব্যে হাজী মোঃ সেলিম মন্ডল বলেন প্রতিবছরই তিনি পুজামন্ডপে এসে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা বিনিময় করেন। এসম তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ যতদিন ক্ষমতায় আছে কানো ধর্মের প্রতি কখনই বিদ্বেষমুলক আচরণ করেননি।আর এজনই বাংলাদেশ সব ধর্মের মানুষের জন্য শান্তির দেশ। তিনি বলেন, দেশে সাম্প্রদাািযক সম্প্রীতি বজায় রাখতে সব সময় কাজ করে যাচ্ছে আমাদের সরকার।যা বিগত বিএনপি-জামাত সরকারের আমলে এদেশে হিন্দুদ সম্প্রদায় দের টিকে থাকা কঠিন হয়ে গিয়েছিল। এসময় ওই ইউনিয়নের ১৩ টি পূজামণ্ডপের সভাপতি, সম্পাদক ও সূধীজন উপস্থিত ছিলেন।