রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বুধবার | ২০ নভেম্বর ২০২৪ | ৫ অগ্রহায়ণ ১৪৩১ | ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
সামর্থহীন ৪’শ পরিবহন শ্রমিক পেল ঈদ উপহার
রেদোয়ান হাসান,সাভার,ঢাকা,দৈনিক শিরোমণিঃ
লকডাউনের কারণে বন্ধ রয়েছে পরিবহন চলাচল। অনেকেই হারিয়েছেন বাজারে যাওয়ার সামর্থ। তাদের জন্যই এবার এগিয়ে এলো মালিকপক্ষ। অসহায় হয়ে পড়া ৪০০ শ্রমিককে দেয়া হলো ঈদ উদযাপনের উপহার সামগ্রী।
সোমবার (৩ মে) জেলা সড়ক পরিবহন মালিক সমিতির নির্দেশে ঢাকার ধামরাইয়ে ৪শতাধিক কর্মহীন পরিবহন শ্রমিকের মধ্যে এসব উপহার সামগ্রী বিতরণ করেন ডি-লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রতন।
এসময় শ্রমিকদের মধ্যে চাল, ডাল, আলু, পেঁয়াজ, সেমাই, চিনিসহ বিভিন্ন সামগ্রী বিতরণ করা হয়।
পরে সংক্ষিপ্ত সভায় ধামরাইয়ের ডি-লিংক পরিবহনের ব্যবস্থাপনা পরিচালক সাইফুল ইসলাম রতন বলেন, অসহায় শ্রমিকরা একমাস ধরে কোন রোজগার করতে পারছে না। তাদের কথা চিন্তা করেই ডি-লিংক কোম্পানি শ্রমিকদের মধ্যে এই সামগ্রী বিতরণ করে।
তিনি বলেন, আগামী ৫-৬ তারিখের পর পরিবহন চলতে না দেয়া হলে শ্রমিকদের ঈদ উদযাপন করা কঠিন হয়ে যাবে। এজন্য সরকারের কাছে দাবি জানাই দ্রুত পরিবহন খুলে দেয়ার জন্য। অনুমতি দেয়া হলে শ্রমিকরা যথাযথ নিয়ম মেনেই গাড়ি চালাবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.