রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || সোমবার | ১৮ নভেম্বর ২০২৪ | ৩ অগ্রহায়ণ ১৪৩১ | ১৫ জমাদিউল আউয়াল ১৪৪৬
সামাজিক উন্নয়নে নারীর অধিকার নিশ্চিত না হলে সামাজিক উন্নয়ন সম্ভব নয়
রবিউল হাসান, রাজিবঃ ফরিদপুর চরভদ্রাসন উপজেলায় জলবায়ু পরিবর্তন, দূর্নীতি প্রতিরোধ ও জেন্ডার বিষয়ক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
স্থানীয় সরকার বিভাগের, কার্যকর ও জবাবদিহিমূলক স্থানীয় সরকার (ইএএলজি) প্রকল্পের সহযোগীতায় ও চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের আয়োজনে ২৫শে মার্চ বৃহস্পতিবার সকালে চরভদ্রাসন পুরাতন ইউনিয়ন পরিষদের চত্বরে এ সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়।
চরভদ্রাসন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজাদ খানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক (উপসচিব) মোঃ মনিরুজ্জামান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বলেন, জলবায়ু পরিবর্তন হলে তাপমাত্রা বৃদ্ধি পায়, যে দেশে বরফ জমা হয় সেখানকার বরফ গলে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি পায় এর জন্য বিভিন্ন সমস্যার সৃষ্ঠি হয়। দেশে দূর্নীতি বৃদ্ধি সম্পর্কে বলেন অর্থনীতিবিদদের মতে আমাদের দেশে কমপক্ষে ১৮ কোটি টাকার জিডিপি হারাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে সরকার জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। দুর্নীতি প্রতিরোধে সকল পর্যায়ের সদিচ্ছার পাশাপাশি সকল পর্যায়ের নাগরিককে এগিয়ে আসতে হবে। নারী নির্যাতন বিষয়ে তিনি বলেন সামাজিকভাবে নারীদের প্রতি হাজার বছরের নেতিবাচক ধারণা, বিশ্বাস এবং অপসাংস্কৃতির চর্চা এবং ন্যায় বিচার হতে বঞ্চিত হওয়ার কারণে অনেক নারী পারিবারিক এবং সামাজিকভাবে বিভিন্ন অধিকার থেকে বঞ্চিত হয়ে থাকেন। নারীরা তাদের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত হলে উন্নয়নে পরিবার, সমাজ এবং রাষ্ট্র পিছিয়ে যায়।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন সুলতানা, ফরিদপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক এ এইচ এম রাসেদ।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চরভদ্রাসন উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোতালেব হোসেন মোল্লা, মহিলা ভাইস চেয়ারম্যান ফরিদা বেগম, ইউপি সচিব নিখিল চন্দ্র সরকার।
অনুষ্ঠানটি সঞ্চালানা করেন যায়যায়দিন পত্রিকার চরভদ্রাসন উপজেলা প্রতিনিধি আব্দুস সবুর (কাজল)।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.