চে গুয়েভারা এক অবিনাশী বিপ্লবের নাম। দুনিয়ার মুক্তিকামী মানুষের এক আশার স্থল চে। যিনি আর্জেন্টিনায় জন্মগ্রহণ করেন ১৯২৮ সালের ১৪ জুন। পূরা নাম আর্নেস্তো গুয়েভারা ডেলা সেরন। চে নামেই তিনি বেশি পরিচিত। বিশ্বের নিপীড়িত, শোষিত এবং সুবিধা বঞ্চিত মানুষের জন্য আমরণ লড়ায় করেছেন। এই বিপ্লবী নেতা মারা যান ৯ অক্টোবর ১৯৬৭। কিন্তু স্বাভাবিক মৃত্যুতে নয় তিনি বিপ্লবের জন্যই জীবন দিছিলেন। কিন্তু তিনি জীবন দিয়ে প্রমাণ করেছেন বিপ্লবীর মৃত্যু আছে কিন্তু বিপ্লবের নয়!! কার্ল মার্কস, এঙ্গেলস, লেনিনের মতো মানুষের পাশে তার গর্বিত স্থান। চে বিপ্লবের প্রয়োজনে সাধারণ মানুষের অধিকার প্রতিষ্ঠায় ছুটে গেছেন গুয়াতেমালা, কিউবা, পেরু, কঙ্গো, কোস্টারিকা, ইকুয়েডর, পানামা, এল সালভেদর, ভেনেজুয়েলা, ভিয়েতনাম এবং বলিভিয়ায়। বিশ্বে আজ পর্যন্ত যত জন মানুষকে নিয়ে সবচেয়ে বেশী সংখ্যক বই প্রকাশিত হয়েছে তার মধ্যে সাম্যবাদী বিপ্লবের প্রতীক চে আর্নেস্তো গ্যেভারা অন্যতম। চে ছিলেন এক বিশিষ্ট লেখক ও ডায়েরি-লেখক। বিদ্যালয়ের সহপাঠীরা তাকে ডাকত চানচো(pig)বলে, কারণ তিনি অনিয়মিত স্নান করতেন এবং সপ্তাহে একবার মাত্র পোশাক পাল্টাতেন। পরিবারের পাঁচ সন্তানের মধ্যে তিনি ছিলেন জৈষ্ঠতম। ১২ বছর বয়সে দাবা খেলা শেখেন তার বাবার কাছে এবং স্থানীয় প্রতিযোগিতায় অংশ নিতে শুরু করেন। খুব শৈশব থেকেই সমাজের বঞ্চিত, অসহায়, দরিদ্রদের প্রতি এক ধরনের মমত্ববোধ তাঁর ভিতর তৈরি হতে থাকে।