সামিউল ইসলাম সনি, শারিয়াকান্দি উপজেলা প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে আসন্ন শারদীয় দূর্গাপূজা উদযাপন উপলক্ষে সম্প্রীতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে থানা চত্বরে সারিয়াকান্দি থানা আয়োজিত অনুষ্ঠানে জেলা সহকারী পুলিশ সুপার(গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্য রাখেন, বগুড়া-১ আসনের জাতীয় সংসদ সদস্য সাহাদারা মান্নান। থানার উপ- পুলিশ পরিদর্শক তপন ঘোষের সঞ্চালনায় বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ(ওসি) রাজেশ কুমার চক্রবতী, পৌর মেয়র মতিউর রহমান মতি, চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ দুরুল হুদা, আনসার ও ভিডিপি কর্মকর্তা মোহাম্মদ হাসেম আলী। এ সময় সারিয়াকান্দি ফাযিল ডিগ্রি মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওঃ আবুল কাসেম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রভাত কুমার সাহা, হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, বীর মুক্তিযোদ্ধা সংসদে ডেপুটি কমান্ডার হাসেম, সদর ইউপি চেয়ারম্যান আব্দুল কাফি মন্ডল, কমিউনিটি পুলিশিং সাধারণ সম্পাদক খাইরুল আলমসহ অনলাইন ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। এ বিষয়ে সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) রাজেশ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে বলেন, প্রতিটি মন্ডপে ৪ জন আনসার ও ভিডিপি সদস্য এবং গ্রাম পুলিশ মোতায়েন করা হবে। এছাড়াও থানা পুলিশ কর্তৃক টহল টিমের ব্যবস্থা থাকবে। অধিক গুরুত্বপূর্ণ মন্ডপগুলোতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নজরদারি থাকবে।