রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৬ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || বৃহস্পতিবার | ১০ এপ্রিল ২০২৫ | ২৭ চৈত্র ১৪৩১ | ১১ শাওয়াল ১৪৪৬
সারিয়াকান্দিতে বগুড়া ডিসির মানবিক সহায়তা প্রদান
সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি ( বগুড়া) প্রতিনিধি : বগুড়ার সারিয়াকান্দিতে পানি বন্দি ও প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে বগুড়া জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মানবিক সহায়তা প্রদান করছেন।
শুক্রবার বিকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার রৌহদহ বাজারে ৩ শত পরিবারের মাঝে মানবিক সহায়তা হিসেবে জনপ্রতি ১০ কেজি করে চাল বিতরণ করেন। উক্ত বিতরণী অনুষ্ঠানে তিনি প্রধান অতিথির বক্তব্যে রাখেন। উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাকের সভাপতিত্ব উক্ত অনুষ্ঠানে আরোও বক্তব্য রাখেন, পৌর মেয়র মতিউর রহমান মতি, থানা অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তী,উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সাইফুল ইসলাম,স্থানীয় ইউপি চেয়ারম্যান ও ইউপি সদস্যবৃন্দ। মানবিক সহায়তা বিতরণের উদ্বোধন করে জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম যমুনা নদীর বন্যা কবলিত বিভিন্ন এলাকা পরিদর্শন করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : rural.shiromoni@gmail.com, info@shiromoni.com
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.