সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধিঃ গত বুধবার বিকেলে সারিয়াকান্দিতে উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের চরডোমকান্দি গ্রামে আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন করলেন বগুড়ার জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রেজাউল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সাইফুল ইসলাম,ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ারুত তারিক মোহাম্মদ,কুতুবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম সুজন প্রমুখ উপস্থিত ছিলেন। উক্ত আশ্রয়ন কেন্দ্র পরিদর্শন কালে তিনি সেখানে ১টি মসজীদ নির্মাণ কাজের উদ্বোধন করেন । এরপর তিনি মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর পাওয়া সুফলভোগীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন । জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক উক্ত আশ্রয় কেন্দ্র পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করে সাংবাদিকদের বলেন, ভূমি-ও গৃহহীন পরিবারগুলো প্রধানমন্ত্রীর উপহারের ঘর পেয়ে এখানে স্বতঃস্ফুর্ত ভাবে বসবাস করছে। নতুন নতুন গাছপালা লাগানোর ফলে সুন্দর পরিবেশ সৃষ্টি হয়ে এখানে একটি নতুন গ্রামের সৃষ্টি হচ্ছে ।এছাড়াও তিনি সারিয়াকান্দি থানা এবং উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় পরিদর্শন করেন ।