সামিউল ইসলাম সনি:সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে এমদাদুল সরদার নামে একজন সেচ গ্রাহকের পল্লী বিদ্যুতের ট্রান্সফরমার চুরি হয়েছে। এ নিয়ে ৩য় বার চুরি হল তার সেচের ট্রান্সফরমার। পল্লী বিদ্যুতের খুঁটি থেকে সহজেই বার বার ট্রান্সফরমার চুরি হওয়ায় ট্রান্সফরমার চুরির আতংকে আছেন অন্যান্য সেচ গ্রাহকরা। জানা গেছে, উপজেলার ফুলবাড়ী ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামের মৃত দেছার সরদারের ছেলে এমদাদুল সরদার পল্লী বিদ্যুতের সেচ নিয়ে তার বাড়ির পাশে ছাগলধরা মৌজায় প্রায় ১১ বছর যাবত সেচ কাজ করছেন। গত মঙ্গলবার রাত ১০টার দিকে তিনি সেচ কাজ শেষ করে বাড়িতে যান। গত বুধবার ভোর ৬টার দিকে জমিতে সেচ দিতে গিয়ে দেখেন তার সেচ প্রকল্প হতে ১০কেভি ১টি ট্রান্সফরমার কে বা কাহারা চুরি করে নিয়ে গেছে। এমদাদুল ও তার পরিবারের লোকজন সাংবাদিকদের জানান, এর আগেও তাদের সেচ থেকে ২ বার ট্রান্সফরমার চুরি হলে ট্রান্সফরমার ক্রয় করে নিয়ে এসে সেচ কাজ চালু রেখেছিলেন । ১০কেভি ১টি ট্রান্সফরমার ক্রয় করতে ৬০ হাজার টাকা লাগে । আবার তাদের ট্রান্সফরমার চুরি হওয়ায় আর্থিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন । এমদাদুল সরদার গত বৃহস্পতিবার সারিয়াকান্দি থানায় লিখিত অভিযোগ করেছেন। এব্যাপারে বগুড়া-পল্লী বিদ্যুত সমিতি-২,সারিয়াকান্দি জোনাল অফিসের ডিজিএম শফিউদ্দিন আহম্মেদ বলেন, কয়েকদিন আগেও ফুলবাড়ি এলাকায় ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। মনে হচ্ছে দক্ষ চোরের বড় ধরনের সিন্ডিকেট ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটাচ্ছে ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]