রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সারিয়াকান্দিতে দিন মজুরের বাড়ী উচ্ছেদ করে জমি দখল
সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে দিন মজুর পরিবারের বাড়ীঘর উচ্ছেদ করে জমি দখলের চেষ্টা করেছে প্রতিপক্ষ প্রভাবশালী লোকজন । গত মঙ্গলবার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কামালপুর ইউনিয়নের পাইকরতলী গ্রামে এঘটনা ঘটে । পাইকর তলী গ্রামের দিন মজুর হানিফ প্রামানিকের স্ত্রী গোলাপী খাতুন জানান,গত কয়েকদিন আগে ১২ জন দাতার কাজ থেকে রেজিষ্ট্রি মূলে পাইকরতলী মৌজায় রাস্তা সংলগ্ন ৭শতক জমি ঘরসহ ক্রয় করি । স্বামী সন্তান নিয়ে ওই দিনই ঘরে উঠে বসবাস শুরু করি । আমাকে ও আমার স্বামীকে রাস্তা সংলগ্ন জমি ছেড়ে দিয়ে অন্যত্রে জমি নিতে বলে পাশের জমির মালিক সামছুল হক । আমরা রাজী না হওয়ায় মঙ্গলবার গভীর রাতে ছামছুল হক ২০/২২ জন লোক নিয়ে এসে বাড়িঘর উচ্ছেদ করে ও আসবাবপত্র,কাপড়চোপড়,হাড়ি পাতিলসহ বিভিন্ন মালামাল পাশের ধান ক্ষেতে ও রাস্তায় ফেলে গেছে । ওরা দা,ছুরি ও লাঠিসোঠা নিয়ে আসায় ভয়ে আমরা বাধা দিতে পারিনি । ৯৯৯ ফোন করেছিলাম এরপর পুলিশ এসেছিল । এব্যাপারে চন্দনবাইশা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই শামিম জানান, ৯৯৯ এর ফোন পেয়ে সাথে সাথেই একদল পুলিশ নিয়ে ঘটনাস্থলে যাই । বাড়ীঘর ভাংচুরের ঘটনা সঠিক । তবে ঘটনার সাথে জড়িতদের গ্রেফতারের চেষ্টা করে তাদের পাওয়া যায়নি।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.