সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি প্রতিনিধি: বগুড়া জেলা প্রশাসক সাইফুল ইসলাম সারিয়াকান্দিতে যমুনা নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন ।
মঙ্গলবার দুপুরে নৌকাযোগে সারিয়াকান্দি উপজেলার চালুয়াবাড়ি ইউনিয়নের শিমুলতাইড়,মানিকদাইড়,চরঘাগুয়া এলাকায় নদী ভাঙনে ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজ খবর নেন । এছাড়াও তিনি যমুনার ভাঙনে কবলে পড়া শিমুলতাইড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ও পরিদর্শন করেন । বিদ্যালয় রক্ষায় সেখানে ভাঙন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের নির্দেশ দেন। এসময় উপস্থিত ছিলেন, পানি উন্নয়ন বোর্ড বগুড়ার নির্বাহী প্রকৌশলী নাজমুল হক, সারিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান রেজাউল করিম মন্টু,উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সবুজ কুমার বসাক, এডিপিও জাবেদ আকতার ,সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শাহিনুর বেগম, উপজেলা শিক্ষা অফিসার গোলাম কবির ,চালুয়াবাড়ী ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম বাদশা প্রমুখ। পরে জেলা প্রশাসক সৌর্ন্দয্য বর্ধনে কালিতলা গ্রোয়েন বাঁধে গাছ রোপন করেন ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]