সামিউল ইসলাম সনি,সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ বগুড়ার সারিয়াকান্দিতে ভ্রাম্যমান আদালতের অভিযানে খাদ্য ব্যবসায়ী শাহীন আলমের গুদাম থেকে খাদ্য বান্ধব কর্মসূচির ৩০ কেজি ওজনের ১১’শ ৩০ বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে। জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর সুনিদৃষ্ট তথ্যে বুধবার সন্ধ্যায় পৌর এলাকার বাগবের গ্রামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন বগুড়া জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম। নির্বাহী ম্যাজিস্ট্রেট জান্নাতুল নাঈম সাংবাদিকদের জানান, উপজেলার পৌর এলাকার বাগবেড় গ্রামের শাহজাহান প্রামানিকের ছেলে শাহীন আলমের গোডাউনে ৩০ কেজি ওজনের ১ হাজার ১৩০বস্তা সরকারী চাল জব্দ করা হয়েছে । ভ্রাম্যমান আদালতে ব্যবসায়ী শাহিন আলমের নিকট থেকে ৫০ হাজার টাকা জরিমানা আদায় এবং গোডাউন সিলগালা করা হয়েছে । জব্দকৃত চাল খাদ্য বিভাগের নিকট হস্তান্তর করা হবে। এসময় খাদ্য বিপণন অধিদপ্তর বগুড়ার মাঠ ও বাজার পরিদর্শক আবু তাহের, উপজেলা খাদ্য কর্মকর্তা দেওয়ান মোঃ আতিকুল ইসলাম, আমর্ড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) ও থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]