সামিউল ইসলাম সনি, সারিয়াকান্দি (বগুড়া) প্রতিনিধি ঃ সোমবার বগুড়ার সারিয়াকান্দি থানার উদ্যোগে থানা চত্বরে ওপেন হাউজ ডে অনুষ্ঠিত হয়েছে । অনুষ্ঠানে উপস্থিত সাধারণ নাগরিক ও আমন্ত্রিত অতিথিদের কথা শুনে বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য প্রদান করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিনিয়র সহকারী পুলিশ সুপার (গাবতলী সার্কেল) নিয়াজ মেহেদী । সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীর সভাপতিত্বে এবং এসআই তপন কুমার ঘোষের সঞ্চালনায় উক্ত অনুষ্টানে আরো বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল করিম মন্টু, জেলা পরিষদের সদস্য আব্দুর রশিদ ফারাজি, উপজেলা আওয়ামীলীগের সধারণ সম্পাদক আব্দুল খালেক দুলু, সারিয়াকান্দি পৌরসভার মেয়র মতিউর রহমান মতি, উপজেলা ভাইস চেয়ারম্যান আইয়ুব আলী তরফদার, মহিলা ভাইস চেয়ারম্যান শাহীনুর বেগম,ইউপি চেয়ারম্যান আলতাফ হোসেন বান্টু, বীর মুক্তিযোদ্ধা জামিরুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রভাত কুমার সাহা, ইসলামিক ফাউন্ডেশনের উপজেলা কো-অর্ডিনেটর এনামুল হক, উপজেলা হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি বাবু অরুনাংশু কুমার সাহা, সদ্য নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবল সিহাব মিয়া, সাংবাদিক রফিকুল ইসলাম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান, ইউপি সদস্য, বীরমুক্তযোদ্ধা,শিক্ষা প্রতিষ্ঠান ও ধর্মীয় প্রতিষ্ঠানের প্রতিনিধি সমুহ এবং থানার অন্যান্য পুলিশ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে সকাল ১১টায় চরাঞ্চলে পুলিশিং সেবাকে আরো তরান্বিত করতে কালিতলা যমুনা নদীর ঘাটে একটি নৌকা এবং এরপর পৌর এলাকায় স্থাপিত ২০টি সিসি ক্যামরার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বগুড়া জেলা পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্ত্তী বিপিএম পিপিএম ।