রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সারিয়াকান্দি পৌর এলাকায় তীব্র যানজটঃ চরম দূর্ভোগে পথচারীরা
পলাশ রাজশাহি জেলা প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ যমুনা ও বাঙালী নদীর মধ্যবর্তী বগুড়ার সারিয়াকান্দি পৌরসভা। সম্প্রতি সারিয়াকান্দির প্রাণকেন্দ্রে প্রধান সড়কে মুক্তিযোদ্ধা মোড় থেকে টিপুর মোড় পর্যন্ত তীব্র যানজটের কারণে চরম দুর্ভোগে পড়ে পথচারীরা। অটো রিস্কা,অটো ভ্যান, ইজিবাইক রাস্তার দুই পাশে পার্কিং করার কারণে যানজট সব সময় লেগেই থাকে। জানা যায়, পৌর এলাকায় নির্দিষ্ট কোন স্ট্যান্ড না থাকায় যানবাহনগুলো দোকানের সামনে পার্কিং করায়, ব্যবসায়ীদের সাথে তর্ক বিতর্কে জড়িয়ে পড়ে অটো চালকরা। ফলে ব্যবসায়ীদের মালামাল লোড-আনলোড করতে সমস্যা সৃষ্টি হয়।উল্লেখ্য, যানজট নিরসনের জন্য কিছুদিন আগে উপজেলা প্রশাসন কর্তৃক উদ্যোগ গ্রহণ করা হয়েছিলো। সতর্কীকরণ বিজ্ঞপ্তিতে বলা হয়েছিলো, দিনের বেলায় কোনো প্রকার বালুবাহী ট্রাক চলাচল করবে না। কিন্তু সেই উদ্যোগের কোনো বাস্তবায়ন না হওয়ায় প্রতিনিয়ত রাস্তা পারাপারে দুর্ভোগ পোহাতে হচ্ছে সাধারণ পথচারীদের। যানজট নিরসন ও বিষয়টি সু-দৃষ্টি দেওয়ার জন্য সারিয়াকান্দি উপজেলা প্রশাসন সহ পৌর মেয়রের হস্তক্ষেপ কামনা করেছেন সচেতনমহল।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.