প্রাণঘাতী করোনা ভাইরাস এখন সারা বিশ্বে ছড়িয়ে পড়েছে। এমন পরিস্থিতিতে করোনা সংক্রমন রোধে খুলনা সহ সারা দেশে লাকডাউন চলছে।এই মহামারিতে খুলনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদী তার নির্বাচনী এলাকা রুপসা, তেরখাদা ও দিঘলিয়াতে মাক্স বিতিরণ থেকে শুরু করে বিনামূল্যে অক্সিজেন সিলিন্ডার, অক্সি মিটার, খাদ্য সামগ্রী এমনকি ‘সালাম মূর্শেদী সেবা সংঘে’র মাধ্যমে করোনা রোগীর জন্য ঔষধও বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছে। সংসদ সদস্য জনাব আব্দুস সালাম মূর্শেদীর সভাপতিত্বে আজ মঙ্গলবার (৬ জুলাই) ভিডিও কনফারেন্সের মাধ্যমে তিন উপজেলার জন্য ‘সার্জিকাল বেড’ প্রদান করা হয়। এসময় অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তৃতা করেন খুলনা জেলা আ'লীগের সভাপতি শেখ হারুনুর রশিদ। তাঁর বক্তৃতায় বলেন, করোনাকালীন ‘সময়ে সালাম মূর্শেদী সেবা সংঘ'র মাধ্যমে অসহায় মানুষের মাঝে বিভিন্ন সেবা প্রদান করা হচ্ছে, শুধু রূপসা-তেরখাদা এবং দিঘলিয়া উপজেলাই নয় খুলনা বিভাগে দৃষ্টান্ত হয়ে থাকবে।সালাম মূর্শেদী এমপি বলেন, যতোদিন লকডাউন থাকবে ততোদিন সালাম মূর্শেদী সেবা সংঘ'র খাদ্যসহায়তা সামগ্রী বিতরণ, শারমিন সালাম অক্সিজেন ব্যাংকের কার্যক্রমসহ স্বেচ্ছায় রক্তদান কর্মসূচী অব্যাহত থাকবে। খুলনার হাসপাতালগুলোতে বেডের স্বল্পতা রয়েছে। এ বিষয়টি বিবেচনা করে অসুস্থ্য রোগিদের জন্য খুলনায় ‘সার্জিকাল বেড’ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। তিনি আরো বলেন, ইতোমধ্যে ‘সালাম মূর্শেদী সেবা সংঘ'র মাধ্যমে ৪০ হাজার পরিবারকে খাদ্যসহায়তা সামগ্রী প্রদান করা হয়েছে।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, খুলনা জেলা আ'লীগের সহ-সভাপতি এড. কাজী বাদশা মিয়া ও যুগ্ম-সাধারণ সম্পাদক সরফুদ্দিন বিশ্বাস বাচ্চু। জেলা আ'লীগের সদস্য অধ্যক্ষ ফ ম আব্দুস সালাম'র পরিচালনায় এ সময় উপস্থিত ছিলেন-জেলা কৃষক লীগের সভাপতি অধ্যাপক আশরাফুজ্জামান বাবুল, রূপসা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ কামালউদ্দীন বাদশা, জাতীয় পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদ আজাদ আবুল কালাম, দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোল্লা আকরাম হোসেন, জেলা স্বেচ্ছাসেবক লীগের ভারপ্রাপ্ত আহ্বায়ক মো: মোতালেব হোসেন, তেরখাদা উপজেলা আওয়ামী লীগের সভাপতি এফএম অহিদুজ্জামান, সাধারণ সম্পাদক কেএম আলগীর হোসেন, রূপসা উপজেলা আ'লীগের সহ-সভাপিত সৈয়দ মোর্শেদুল আলম বাবু, খাঁন শাহাজান কবির প্যারিস, রূপসা উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফারহানা আফরোজ মনা, তেরখাদা উপজেলা ভাইস-চেয়ারম্যান শারাফাত হোসেন মুক্তি, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খান, নৈহাটী ইউপি চেয়ারম্যান মোঃ কামাল হোসেন বুলবুল, ইসহাক সরদার, জাহাঙ্গীর শেখ, দ্বীন ইসলাম, আ'লীগ নেতা আক্তার ফারুক, জেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ বি এম কামরুজ্জামান, বাদশা মল্লিক, জিএম বাসিতুল হাবিব প্রিন্স, উপজেলা যুবলীগ নেতা নোমান ওসমানী রিচি, আ'লীগ নেতা মোল্লা ওয়াহিদুজ্জামান মিজান, শেখ আসাদুজ্জামান আসাদ, নাজির শেখ, রাজিব দাস, যুব মহিলা লীগের সভাপতি আকলিমা খাতুন তুলি, সাধারণ সম্পাদক শারনি সুলতানা রুনা, সালাম মূর্শেদী সেবা সংঘের টিম লিডার সামছুল আলম বাবু, যুবলীগ নেতা হাবিবুর রহমান তারেক, নুর ইসলাম সরদার, ব্রজেন দাস, আজমল ফকির ও সুব্রত বাগচী প্রমুখ।