বিধান মন্ডল ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় উপজেলা মাসিক আইন-শৃঙ্খলা বিষয়ক সভা বৃহস্পতিবার (২৯ অক্টোবর ) বেলা সাড়ে ১০টায় অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সালথা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যন মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, উপজেলা শিক্ষা অফিসার মো: নিয়ামত হেসেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা ফজলে রাব্বী নোমান, সালথা থানা তদন্ত ওসি সুব্রত গোলদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, মাঝারদিয়া ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান হামিদ, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু, উপজেলা আ.লীগের যুগ্ন সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন, জাইকা সমন্বয়ক রিফাত রিয়াজসহ, সভায় আইন শৃঙ্খলা কমিটির সদস্য ও উপজেলা পরিষদের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নিবার্হী কর্মকর্তা মোহাম্মদ হাসিব সরকার বলেন, উপজেলার মানুষ যেন নিরাপত্তাহীনতা বোধ না করে সেদিকে সকল কে লক্ষ্য রাখতে হবে। অপরাধ দমনে সবসময় সতর্ক থাকতে হবে। মাদক বিরোধী অভিযানকে সামাজিক আন্দোলন হিসেবে গড়ে তুলতে হবে। যুবসমাজ রক্ষায় পুলিশের মাদক বিরোধী চলমান অভিযানে জনপ্রতিনিধিদের সহযোগিতা করতে হবে। অপরাধীরা জেন কোনো মতেই এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে তার জন্য সতর্ক থাকতে হবে এছাড়া, করোনা সংক্রমণ রোধ,বাল্য বিবাহ, অবৈধ বালু উত্তোলন বন্ধসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]