বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় এজাহার নামীয় আসামী ইকরাম মুসল্লি (৪৫) কে আটক করেছে সালথা থানা পুলিশ, আটককৃত ইকরাম মুসল্লি উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রামের রহম মুসল্লির পুত্র। বৃহস্পতিবার দিবাগত রাতে উপজেলার আটঘর ইউনিয়নের কাকিলাখোলা গ্রাম থেকে তাকে আটক করা হয়।
মামলার এজাহার ও পুলিশ সুত্রে জানা যায়, গত ২১ শে অক্টোবর বিকালে পার্শবর্তী বোয়ালমারি উপজেলার দাদপুর ইউনিয়নের নতুবদিয়া গ্রামের মৃত হাজি আকমল হোসেনের ছেলে বিশু মাতুব্বর (৫০) এর উপর নকুলহাটি বাজারে আখের আলীর দোকানের সামনে হামলার ঘটনা ঘটে, উক্ত ঘটনায় বিশু মাতুব্বরের ভাই নুরুল ইসলাম বাদী হয়ে সালথা থানায় ২২ শে অক্টোবর ইং তারিখে এজাহার দায়ের করেন ঐ এজাহারের ৬ নং আসামী ইকরাম মুসল্লি। ২২ শে অক্টোবর রবিবার রাতে এসআই জাফর আলী, এএসআই নাজমুল এবং এএসআই রিপনের নেতৃত্বে পুলিশের একটি টিম এজাহার নামীয় আসামী ইকরাম কে তার বাড়ি কাকিলাখোলা থেকে আটক করে।
সালথা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মাদ আলী জিন্নাহ বলেন, এজাহার নামীয় আসামী ইকরাম মুসল্লি কে আটক করে শুক্রবার বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়েছে। সালথা থানা পুলিশ অপরাধ দমনে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।