বিধান মন্ডল ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় শান্তি শৃঙ্খলা আনায়নের লক্ষে ওলামা মাশায়েখ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।গতকাল বৃহস্পতিবার (১৯শে নভেম্বর) বিকাল ৪টায় সালথা সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় মাঠে উপজেলা ওলামা মাশায়েখ ও তৌহিদী জনতার ব্যানারে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
পুরুরা মাদ্রাসার মোহ্তামিম মাওলানা জহুরুল হক এর সভাপতিত্বে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র শাহদাব আকবর লাবু চৌধুরী। আরো বক্তব্য রাখেন, বাহিরদিয়া মাদ্রাসার মোহ্তামিম মাওলানা আকরাম আলী, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফি উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোঃ দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, সাবেক উপজেলা চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, পুরুরা মাদ্রাসা নায়েবে মোহ্তামিম মাওলানা নিজাম উদ্দিন, মুরাটিয়া মাদ্রাসার মোহ্তামিম হাফেজ মোস্তফা কামাল, সালথা মাদ্রাসার মোহ্তামিম মুফতী মফিজুর রহমান প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন কাউলীকান্দা দারুল উলুম আইডিয়াল মাদ্রাসার পরিচালক মাওলানা ঝিনাতুল ইসলাম।
এসময় বক্তারা আহলে হাদিস মতাদর্শের আস্তানায় হামলা ও ভাংচুরের ঘটনায় স্থানীয় আলেম ওলামাদের বিরুদ্ধে মামলা দেওয়ার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, এই মামলা দ্রুত প্রত্যাহার না করলে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে। সালথায় আহলে হাদিস মতাদর্শের কোন আস্তানা থাকবে না। এছাড়াও সালথায় আলেম-ওলামা ও তৌহিদী জনতার উপর অন্যায়ভাবে হামলা-মামলা করার চেষ্টা করলে কাউকে ছাড় দেওয়া হবে না।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]