বিধান মন্ডল সালথা ফরিদপুর প্রতিনিধিঃ
"মুজিবর্ষের মুূলমন্ত্র- কমিউনিটি পুলিশিং সর্বত্র"
এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে সালথা থানা পুলিশের আয়োজনে এই কিমিউনিটি পুলিশিং-ডে ২০২০ অনুষ্ঠিত হয়।
সালথা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ'র সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, সালথা উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার, ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার ও সালথা-নগরকান্দা সার্কেল এফএম মহিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওয়াহাব, গিয়াস উদ্দিন গিয়াস, সালথা প্রেসক্লাবের সহ-সভাপতি আবু নাসের হুসাইন, উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি আব্দুর রহমান, এসআই আব্দুল আজিজ, সাংবাদিক আরিফুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি রাকিবুল হাসান জুয়েল প্রমূখ। অনুষ্ঠান পরিচালনা করেন সালথা থানার তদন্ত ওসি সুব্রত গোলদার।
সভায় কমিউনিটি পুলিশিং কার্যক্রম প্রসার, সেবা প্রদান, মাদক, ইভটিজিং, বাল্যবিবাহ, জঙ্গি, দাংগা ও সাইবার ক্রাইমসহ সামাজিক অবক্ষয় প্রতিরোধ ছিল এ সভার উদ্দেশ্য এছাড়াও পুলিশের সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ‘কিমিউনিটি পুলিশিং’ কার্যক্রম গরুত্বপূর্ণ ভুমিকা রাখছে বলে জানান বক্তারা।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]