আকাশ সাহা, সালথা উপজেলা প্রতিনিধি: ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে নির্যাতিতদের প্রতি সংহতি প্রকাশে ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নে গোয়ালপাড়া গ্রামে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ এপ্রিল) বিকাল ৪টায় আটঘর ইউনিয়ন বিএনপি, অঙ্গসংগঠন ও ধর্মপ্রাণ মুসলমানদের আয়োজনে আটঘর ইউনিয়নের গোয়ালপাড়া বাজারে এই প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করে গোয়ালপাড়া বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সমাবেশ স্থলে এসে শেষ হয়।
আটঘর ইউনিয়নের ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মো: মুরাদুর রহমানের সভাপতিত্বে ও সালথা উপজেলা যুবদল নেতা মোঃ শাফিকুল ইসলাম এর সঞ্চালনায় সমাবেশে উপস্থিত ছিলেন,৬ নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি সাহেব খান, ৫ নং ওয়ার্ড বিএনপি’র সাধারণ সম্পাদক কামরুজ্জামান আলী,৫ নং ওয়ার্ড বিএনপি’র সাংগঠনিক সম্পাদক রাশেদুল ইসলাম, উপজেলা যুবদল নেতা মাহফুজ খান, বিএনপি নেতা জাহাঙ্গীর শেখ,আটঘর ইউনিয়ন যুবদল নেতা মোজাফফার মিদ্দা, বিএনপি নেতা আহাদ মাতুব্বর,আটঘর ইউনিয়ন ওলামা দলের সাংগঠনিক সম্পাদক সোহাগ মোল্লা,খোয়ার গ্রাম বড় বাড়ি জামে মসজিদের ইমাম হাফেজ মোহাম্মদ বাইজিদ হুসাইন,বিএনপির কর্মীসমর্থক সোহাগ মাতুব্বর, উজ্জল মাতুব্বর, লোকমান ফকির, রুবায়েদ, হাসিবুল, ইকরাম, আসাদ, তুহিন প্রমূখ।
সমাবেশে বক্তারা গাজা ও রাফায় ইসরায়েলি বর্বরোচিত নৃশংস ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বলেন, আমাদের সকলের ইসরাইলী পণ্য ক্রয় ও বিক্রয় ও ব্যবহার থেকে বিরত থাকতে হবে। দেশের কোন দোকানদার ইসরাইল পণ্য বিক্রি করবেন না।
আমাদের দেশের পণ্য আমরা দেশে ব্যবহার করব। বিশ্বের সকল মুসলিম ঐক্যবদ্ধ হয়ে জুলুমকারীদের প্রতিহত করতে হবে।
Notifications