বিধান মন্ডল ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
"আমরা সবাই সোচ্চার বিশ্ব হবে সমতার" এই প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরের সালথায় জাতীয় কন্যা শিশু দিবস ২০২০ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত।
বুধবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১০ টায় উপজেলা সম্মেলন কক্ষে সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারে সভাপতিত্বে এসময় প্রধান অতিথির হিসেবে বক্তব্য রাখেন, শাহদাব আকবর লাবু চৌধুরী, বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: ওয়াদুদ মাতুব্বর, অনান্যদের মধ্যে বক্তব্য রাখেন, সালথা থানা অফিসার ইনচার্জ মোহাম্মদ আলী জিন্নাহ্, উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি দেলোয়ার হোসেন, সাধারন সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ ওয়াহিদুজ্জামান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগমসহ আওয়ামীলীগ এর বিভিন্ন অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এসময় প্রধান অতিথি বলেন, কন্যাদের বিকাশে সমাজের বাস্তব চিত্র তুলে ধরতে হবে, আজকের কন্যা আগামী দিনের নারী। কন্যা একটি জাতির প্রায় অর্ধেক জনগোষ্ঠী। কন্যা শিশুদের অধিকার প্রতিষ্ঠা ও সুষ্ঠু বিকাশের লক্ষ্যে মেয়েদের শিক্ষার অধিকার, নারীর বিরুদ্ধে হিংসা ও বাল্যবিবাহ বন্ধে কার্যকর ভূমিকা পালনের লক্ষ্যে অভিভাবকসহ সকলকে এগিয়ে আসতে হবে।
পরে প্রধান অতিথি হিসেবে উপজেলার বিভিন্ন উন্নয়ন মূলক কাজের উদ্ধোদন করেন লাবু চৌধুরী
এসময় উপজেলা পরিষদ চত্তরে নব নির্মিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল, উপজেলা পরিষদের ঘাটলা ও পানির ফুয়ারা উদ্বোধণ করেন। গরীব মেধাবী ৩৬ জন ছাত্রীদের মাঝে বাইসাইকেল ও দুস্থ মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করেন। দুপুর ১ টায় মাল্টি পারপাস অডিটরিয়াম হলে আয়োজিত স্কাউটদের জঙ্গী, মাদক ও বাল্য বিবাহ প্রতিরোধ বিষয়ক সভায় গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]