বিধান মন্ডল, ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় জাতীয় ভোক্তা অধিকার দিবস ও জাতীয় সমবায় দিবস ২০২০ পালিত হয়েছে। উপজেলা প্রশাসন সালথা এর আয়োজনে শনিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই দিবস উপলক্ষে এক আলোচনা সভার আয়োজন করা হয়।
সালথা উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী এমপির কনিষ্টপুত্র ও তার রাজনৈতিক প্রতিনিধি শাহদাব আকবর লাবু চৌধুরী। এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বার, সংসদ উপনেতার সহকারী একান্ত সচিব মোঃ শফিউদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলোয়ার হোসেন, সাধারণ সম্পাদক ফারুক উজ্জামান ফকির মিয়া, সাংগঠনিক সম্পাদক চৌধুরী সাব্বির আলী, গট্টি ইউপি চেয়ারম্যান হাবিবুর রহমান লাভলু প্রমূখ।
আলোচনা সভায় বক্তারা সমবায় ও ভোক্তা অধিকার নিয়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূল দিক নিয়ে আলোচনা করেন পাশাপাশি করোনা ভাইরাস মোকাবেলায় সকল স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানান।