বিধান মন্ডল ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথা উপজেলায় ব্যাংক থেকে টাকা তুলে যাওয়ার সময় এক মহিলার কাছ থেকে প্রতারণার মাধ্যমে ৩০ হাজার টাকা হাতিয়ে নিয়েছে প্রতারক চক্র। বৃহস্পতিবার ১৭ই সেপ্টেম্বর বেলা সাড়ে ১০ টায় সোনালী ব্যাংক সালথা বাজার শাখায় এই ঘটনা ঘটে। ৩০ হাজার টাকা হারিয়ে পাগল প্রায় মহিলা বারবার কান্নায় ভেঙ্গে পরেন।
সরেজমিনে গিয়ে জানা যায়, জনৈক মহিলা (নাম প্রকাশে অনিচ্ছুক) ব্যাংক থেকে ৫ শত টাকার ১০০ টি নোটের এক বান্ডেলে ৫০ হাজার টাকা তোলেন, কাটা ছেড়া ও জাল পরিক্ষা করার জন্য তিনি দাড়িয়ে টাকা গুনতে থাকেন, এসময় অজ্ঞাত দুই ব্যাক্তি তার কাছে যায় এবং বলে আপনি মহিলা মানুষ টাকার বান্ডেল বড় হয়ে গেছে আমাদের কাছ থেকে এই ১ হাজার টাকার নোটের বান্ডেলটা নিয়ে আপনার ৫০০ টাকার বান্ডেলটা দিন আমরা কাউন্টারে জমা দিব। মহিলার হাত থেকে টাকা নেওয়ার পর কৌশলে উপরে ১ এক হাজার টাকার কিছু নোট ও ভেতরে ১ শত টাকার নোট দিয়ে সটকে পরে, তাৎখনিক মহিলা টাকা বের করে দেখে তার কাছে থাকা ৩০ হাজার টাকা নাই এবং ঐ লোক দুইজনও নাই তখনই তিনি কান্নায় ভেঙ্গে পরে ব্যাংকে ছোটাছুটি করেন।
এই বিষয়ে সোনালী ব্যাংক সালথা শাখার ব্যাবস্থাপক মোঃ আমিরুজ্জামান বলেন, ভদ্র মহিলার টাকা খোয়া যাওয়া দুঃখ জনক, আমাদের শাখায় সিসি ক্যামেরা না থাকায় ঐ ব্যাক্তিদের সনাক্ত করা সম্ভব নয়, আমরা সব সময়ই গ্রাহদের বলি অপরিচিত কারো সাথে টাকা লেনদেন করবেন না বিশেষ করে আপনার টাকা কারো কাছে দিবেন না। প্রতারক হইতে সবসময়ই সাবধান থাকবেন। সিসি ক্যামেরার বিষয়ে উর্ধতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি আবারও এই বিষয়ে কর্মকর্তাদের সাথে কথা বলবো।
সালথা থানার ওসি তদন্ত সুব্রত গোলদার বলেন, এই বিষয়ে আইনগত পক্রিয়া চলমান রয়েছে, প্রতারক চক্রকে শনাক্তের জন্য পুলিশের একটি বিশেষ টিম কাজ করছে। যে কোন লেনদেন এবং কেনা কাটায় প্রতারক থেকে সাবধানে থাকবেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]