বিধান মন্ডল, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ
ফরিদপুরের সালথায় আইনশৃঙ্খলা ও মাসিক উন্নয়ন সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সালথা উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকারের সভাাাপতিত্বে (২৪ সেপ্টম্বর) বৃহস্পতিবার বেলা ১১ টায় আইনশৃঙ্খলা ও বিভিন্ন মতামত তুলে ধরে এসম বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ ওয়াদুদ মাতুব্বর, উপজেলা পরিষদ মহিলা ভাইস চেয়ারম্যান রুপা বেগম, সালথা সরকারী কলেজের অধ্যক্ষ কৃষ্ণ চন্দ্র বর্মন, উপজেলা মৎস্য কর্মকর্তা রাজীব রায়, সালথা থানার তদন্ত কর্মকর্তা সুব্রত গোলদার, উপজেলা আ.লীগের সাধারন সম্পাদক ফারুক উজ্জামন ফকির মিয়া, রামকান্তুপুর ইউপি চেয়ারম্যান আশরাফ আলী লিটু, যদুনন্দী ইউপি চেয়ারম্যান আবুল খায়ের মুন্সি, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা ফজলে রাব্বি নোমান, উপজেলা কৃষি কর্মকর্তা জীবাংশু দাশ, উপজেলা পাট কর্মকর্তা আব্দুল বারীসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ এসময় উপস্থিত ছিলেন।
এসময় উপজেলার বিভিন্ন সমস্যা ও সম্ভাবনার কথা তুলে ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতিসহ আইনশৃঙ্খলা উন্নয়ন, এলাকার অবকাঠামো উন্নয়নে জনপ্রতিনিধিদের আরো সক্রিয় ভুমিকা পালনের উপর গুরুত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ হাসিব সরকার। তিনি বলেন, অপরাধ প্রবনতা বন্ধে ও আইনশৃঙ্খলা উন্নয়নে পুলিশের পাশাপাশি সকল নাগরিককে ভূমিকা রাখতে হবে এছাড়া উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাসহ বিভিন্ন জনপ্রতিনিধিদের সাথে মতবিনিময় করে খাদ্য বাজার নিয়ন্ত্রন, করোনা সংক্রমন রোধ ও আইনশৃঙ্খলা বিষয়ে মতামত প্রকাশ করেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]