রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || রবিবার | ১৯ জানুয়ারি ২০২৫ | ৫ মাঘ ১৪৩১ | ১৮ রজব ১৪৪৬
সিংড়ায় আশ্রয় কেন্দ্র উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
শহিদুল ইসলাম সুইট,সিংড়া(নাটোর)প্রতিনিধি,দৈনিক শিরোমণিঃ
নাটোরের সিংড়ার চৌগ্রাম ইউনিয়নের স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ে ২ কোটি ৮৬ লক্ষ টাকা ব্যয়ে বন্যা আশ্রয় কেন্দ্র ভবনের শুভ উদ্বোধন করলেন মাননীয় প্রধান মন্ত্রী শেখ হাসিনা। রবিবার সকাল ১১টায় ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সংযুক্ত হয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনা মুজিবশত বর্ষ উপলক্ষে স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ে বন্যা আশ্রয় কেন্দ্র সহ এক যোগে দেশের ৩০টি বন্যা আশ্রয় কেন্দ্র,১১০টি বহুমুখী ঘুর্ণিঝড় আশ্রয় কেন্দ্র,৩০টি জেলা ত্রাণ গুদাম-কাম-দুর্যোগ ব্যবস্থাপনা তথ্য কেন্দ্র ও ৫টি মুজিব কিল্লার ভবন উদ্বোধ এবং ৫টি মুজিব কিল্লার ভিত্তিপ্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করেন। স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রধান মন্ত্রীর অনলাইন ভিত্তিক এই শুভ উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ শফিকুল ইসলাম শফিক, উপজেলা নির্বাহী অফিসার এসএম সামিরুল ইসলাম,উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মর্কতা মোঃ আলামিন সরকার,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান শামীমা হক রোজী,চেীগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহেদুল ইসলাম ভোলা, উপজেলা আওয়ামীলীগের ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা রুহুল আমিন,স্থাপন দিঘী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ হাফিজার রহমান সহ বিভিন্ন পেশজীবি মানুষ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.