রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ১৮ জানুয়ারি ২০২৫ | ৪ মাঘ ১৪৩১ | ১৭ রজব ১৪৪৬
সিরাজগঞ্জে করোনায় মৃত্যু-৫ নতুন আক্রান্ত-১০৯
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
করোনা আক্রান্তের সংখ্যা সিরাজগঞ্জে বাড়ছে। তবে গত কয়েকদিন আগের চেয়ে আক্রান্ত কিছুটা কম হলেও বেড়েছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘন্টায় জেলার এনায়েতপুরে খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ৩ জন এবং সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ২ জন মারা গেছেন,মৃতরা হলেন পাবনা জেলার তারা পুর গ্রামের ইউসুফ আলীর ছেলে মেনু শেখ (৭৪), দেবত্তর গ্রামের অরুন কুমার সরকারের স্ত্রী তুলি রানী (২০), সাঁথিয়ার চর ধুলাই গ্রামের এম এ আব্দুল মাল আবেদিন (৮৭) এবং সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে বেলকুচি উপজেলার চালা মহল্লার জাহানারা খাতুন (৬৮) ও শাহজাদপুর উপজেলার রুপবাটি ভাঙ্গাবাড়ি গ্রামের ইউনুস আলী সরদার (৭০)সিরাজগঞ্জ সিভিল সার্জন কার্যালয়ের পরিসংখ্যান কর্মকর্তা হুমায়ন কবীর ও খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালের মানব সম্পদ বিভাগের সহকারী ম্যানেজার কৌশিক আহমেদ বিয়য়টি নিশ্চিত করে বলেন, সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে ৩৭২ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ১০৯ জনের দেহে করোনা ভাইরাস সনাক্ত হয়েছে। তাদের চিকিৎসার আওতায় আনা হয়েছে। এছাড়া বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ৩১জন চিকিৎসাধীন রয়েছেন। এছাড়া খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে বর্তমানে ৩৮টি আইসোলেশন বেডে ছাড়াও মোট ৪১ জন করোনা রোগী চিকিৎসাধীন রয়েছেন।সিরাজগঞ্জের সিভিল সার্জন ডাঃ রামপদ রায় জানান, করোনা ভাইরাস সনাক্তের মুল কারণ হচ্ছে লকডাউনের বিধি ভঙ্গ এবং মাস্ক ব্যবহারে অসচেনতা। তাই সরকার যে বিধি নিষেধ আরোপ করেছে তা সবাই মানলে করোনার বিস্তাররোধ সম্ভব হবে, তাই নিজে মাস্ক পড়-ন অন্যকেও মাস্ক পড়তে উৎসাহিত করুন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2025 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.