সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ নদী-নদ, খাল-বিল, দখল ও দূষণের হাত থেকে বাঁচাতে মরিয়া বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। দীর্ঘ ১৬ বছর ধরে নদী পাড়ের মানুষের দুঃখ দুর্দশা তুলে ধরা, অবৈধভাবে বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে বাংলাদেশ নদী বাঁচাও আন্দোলন। সফলতার গল্প তুলে ধরতেই আজ দ্বিতীয় দিনে এনায়েতপুর প্রেসক্লাবে কেক কাটার মধ্যদিয়ে ষোলতম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হলো, গতকাল জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। প্রধান অতিথির বক্তব্যে সাংবাদিক মামুন বিশ্বাস বলেন, যেকোন মূল্যে অবৈধভাবে বালুদস্যুদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে। যত শক্তিশালী হোক নদী বাঁচাও আন্দোলনের পাশাপাশি সাংবাদিক সমাজ কঠোর অবস্থানে গেলে বালু দস্যুরা হেরে যেতে বাধ্য । নদী বাঁচাও আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক রফিক মোল্লা বলেন, দীর্ঘদিন নদী বাঁচাও আন্দোলন তীব্র ভুমিকা রাখার ফলেই আজ সফলতার মুখ দেখেছে প্রায় ৬৫০ কোটি টাকার মেঘা প্রকল্প এনায়েতপুরে পাশ হয়েছে, স্বচ্ছতার ভিত্তিতে দ্রুত গতিতে এনায়েতপুর পাঁচিল প্রকল্প বাস্তবায়নের দাবি জানান।এ সময় উপস্থিত ছিলেন, নদী বাঁচাও আন্দোলন শাহজাদপুর উপজেলা শাখার সভাপতি ফারুক রেজা, সাধারণ সম্পাদক, মেহরাব হোসেন (লিটন), প্রভাষক জাহাঙ্গীর হোসেন, প্রভাষক আমিরুল ইসলাম , ছাত্রলীগ নেতা মিঠুন সরকার, আব্দুর রহিম প্রমূখ ।
০ views