সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
“বেশী বেশী মাছ চাষকরি, বেকারত্ব দূর করি” এ প্রতিপাদ্য নিয়ে সিরাজগঞ্জে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এর উদ্বোধন ও পুরস্কার বিতরণ করা সহ ১৪ টি পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়েছে ।জেলা প্রশাসন ও মৎস্য অধিদপ্তরের আয়োজনে রোববার (২৯ আগষ্ট-২০২১) সকালে জেলা প্রশাসক কার্যালয়ের শহীদ শামসুদ্দীন সম্মেলন কক্ষে আলোচনাসভা ও পুরস্কার বিরতণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম। এতে সভাপতিত্ব করেন জেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাহেদ আলী, অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সদর সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার আনোয়ার পারভেজ, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান এস,এম, নাছিম রেজা নুর দিপু, সিরাজগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি হেলাল আহমেদ, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ গৌরাঙ্গ তালুকদার জেলা কৃষিসম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা (ডিএই) আহসান শাহিন সরকার প্রমুখ।এসময় সিভিল সার্জনের প্রতিনিধিসহ জেলা পর্যায়ের অন্যান্য কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ, আওয়ামী মৎস্যজীবী লীগের নেতৃবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী এবং জেলা মৎস্য দপ্তর, সিনিয়র সদর উপজেলা মৎস্য দপ্তরের কর্মচারীবৃন্দরা উপস্থিত ছিলেন। মা ইলিশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা পেলেন বেলকুচির ইউএনও মো: আনিসুর রহমান: সিরাজগঞ্জ জেলার বেলকুচি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মো: আনিসুর রহমান কে জাতীয় মৎস্য সপ্তাহ ২০২১ এ মা ইলিশ রক্ষায় বিশেষ অবদানের জন্য সম্মাননা দেয়া হয়েছে। রবিবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে শহীদ শামসুদ্দিন সম্মেলন কক্ষে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আয়োজিত উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ এর নিকট হতে এ সম্মাননা গ্রহন করেন ইউএনও জনাব মো: আনিসুর রহমান। গতবছর অক্টোবর মাসে পরিচালিত মা ইলিশ রক্ষা অভিযানে আইন অমান্য করার দায়ে ২১৬ জন জেলেকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড প্রদান করে মা ইলিশ রক্ষায় বিশেষ অবদান রাখায় তাকে এ সম্মাননা দেয়া হয়েছে।
২ views