রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ৩০ নভেম্বর ২০২৪ | ১৫ অগ্রহায়ণ ১৪৩১ | ২৭ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস পালিত
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দক্ষ যুব সমৃদ্ধ দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জে জাতীয় যুব দিবস আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়েছে,সোমবার (১নভেম্বর) সকাল ১১ টায় যুব উন্নয়ন হল রুমে জাতীয় যুব দিবস ২০২১ উপলক্ষে অনুষ্ঠানের শুরুতে প্রবিত্র ধর্মগ্রন্থ থেকে পাঠ করেন ডাটা এন্ট্রি অপারেটর মো. জামাল উদ্দিন। আলোচনা সভা সনদপত্র ও যুব ঋণ বিতরণ অনুষ্ঠানে ৫ জন প্রশিক্ষণার্থীদের হাতে চেক তুলেদেন অনুষ্ঠানের সভাপতি জেলা প্রশাসক সিরাজগঞ্জ ড. ফারুক আহাম্মদ। এ সময় স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, সিরাজগঞ্জ যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক মো. শফিফুল ইসলাম, ডেপুটি কো-অর্ডিনেটর মো. ইকবাল হোসেন।এ ছাড়াও আরো উপস্থিত ছিলেন সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সাইদুল ইসলাম মোঘল, মো. মহশীন আলী তালুকদার, মো. আহসান হাবীব তালুকদার।এ সময় জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, আত্মকর্মসংস্থান ও দক্ষতা অর্জনের ফলে যুব উন্নয়নের প্রশিক্ষণ মাধ্যমের বাংলাদেশের যুবকরা প্রতি নিয়ত উন্নয়নের ভূমিকা রাখছেন। যুব সমাজ হচ্ছে বাংলাদেশের সম্পদ এ সম্পদ দিয়ে উন্নত সমৃদ্ধি গড়ে তোলা সম্ভব। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে ২০৪১ সালের উন্নয়নের যে রুপ রেখা দিয়েছেন সেটা বাসতবায়ন করতে হলে একমাত্র পারে আমাদের দেশের এই যুবকরা কারন তারা হচ্ছে তারণ্যর প্রতিক। যুব উন্নয়নের প্রশিক্ষণ কোর্স এর মাধ্যমে নারী উদ্যোক্তারা আরো এগিয়ে যাওয়া সম্ভবনা রয়েছে, বাংলাদেশের নারীদের ক্ষমতায়ন ও দেশের দক্ষতা অর্জনের বৃদ্ধি লক্ষে নারীরা পারেন দেশ ও জাতির কল্যাণ ময় অংশিদার। এজন্য নারী ও পুরুষ আমাদের সকলের এক সাথে কাজ করে সোনার বাংলা গড়ার লক্ষে কাজ করতে হবে,
অনুষ্ঠান টি সঞ্চালনা করেন সহকারী যুব উন্নয়ন অফিসার মো. মহশীন আলী তালুকদার।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.