সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সনদ ছাড়াই চিকিৎসক পরিচয়ে রোগীদের ব্যবস্থাপত্র দেওয়ার অভিযোগে সিরাজগঞ্জে তিনজনকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।সোমবার (২ আগস্ট) এ আদালত তাদের কাছ থেকে ৫১ হাজার টাকা জরিমানা করেন সিরাজগঞ্জের নির্বাহী ম্যাজিস্টেট মঈন উদ্দিন।দণ্ডিতরা হলেন, সদরের হনিরা গ্রামের মনিন্দ্র নাথের ছেলে শংকর কুমার (৪০) ক্ষুদ্র বয়রা গ্রামের মোয়াজ্জেম মন্ডলের ছেলে চাঁন মিয়া (৪০) এবং মহিষামুড়া গ্রামের শাহিন আলমের ছেলে আব্দুর রহিম (২২) নির্বাহী ম্যাজিস্টেট মঈন উদ্দিন বলেন, বিএমডিসির সনদ ছাড়াই নিজেকে চিকিৎসক পরিচয় দিয়ে চিকিৎসা করার অপরাধে ডেন্টাল কাউন্সিল আইনে শঙ্কর কুমারকে ২০ হাজার, চাঁন মিয়াকে ৩০ হাজার টাকা এবং হোমিওপ্যাথিক প্র্যাকটিশনার অধ্যাদেশ অনুযায়ী আব্দুর রহিমকে এক হাজার টাকা জরিমানা করে তা আদায় করা হয়েছে।এছাড়াও মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে ইনসাফ ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার রেজাউল করিমের কাছ আদায় করা হয়েছে ৫০০ টাকা,চিকিৎসক, র্যাব ও পুলিশ সদস্যরা অভিযান পরিচালনায় সহযোগিতা করেন।
৮ views