সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার কালিয়াহরিপুর ইউনিয়নের ছাতিয়ানতলী ও বাঐতারা গ্রামের তাঁত শ্রমিকদের মাঝে জেলা প্রশাসনের উদ্যোগে ১৫০টি পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। সোমবার (০৯ সেপ্টেম্বর) সকালে ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজ মাঠে এসব অসহায় তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।ছাতিয়ানতলী মোড়গ্রাম টেকনিক্যাল স্কুল এন্ড বিএম কলেজের অধ্যক্ষ মোঃ শরীফুল ইসলামের সঞ্চলনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক ড. ফারুক আহমদ,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজগঞ্জ সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা মো: আনোয়ার পারভেজ,প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক বলেন, এই এলাকাটি প্রতিবছর বন্যা কবলিত হয়। এ বছর করোনা মহামারীর কারণে স্বল্প আয়ের মানুষদের কাজ-কর্ম কমে যাওয়ায় এবং আকষ্মিক বন্যার কারণে ক্ষতিগ্রস্থ অসহায় তাঁত শ্রমিকদের সহযোগিতার জন্য এ ত্রাণ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। তিনি আরও বলেন, সবাইকে সামাজিক ভাবে সচেতন করে এবং স্বাস্থ্যবিধি মেনে করোনা নামক এই ব্যাধি দুর করতে হবে।অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার পিআইও মোঃ সাইদুল হক, তাঁত বোর্ডে কর্মকর্তাগণ অত্র কলেজের শিক্ষক-কর্মচারীবৃন্দ। প্রধান অতিথির বক্তব্যের শেষে এসব তাঁত শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়।
০ views