সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ একদিন পরই শুরু হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপূজা। এ উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচিতে রাতদিন চলছে প্রতিমা তৈরির কাজ। তাই ঘুম নেই মূর্তির কারিগরদের চোখে। দুর্গাপূজার প্রতিমার অবয়ব তৈরির পর এখন চলছে রঙতুলি দিয়ে মাতৃমূর্তি ফুটিয়ে তোলার কাজ। শেষ মুহূর্তের ব্যস্ততায় দম ফেলার ফুরসত নেই প্রতিমা শিল্পীদের। এদিকে প্রতিমা তৈরির উপকরণের দাম বাড়ছে প্রতি বছরই। তার উপর পড়েছে করোনার প্রভাব। কিন্তু উপযুক্ত পারিশ্রমিক পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন মৃৎশিল্পীরা। দুর্গোৎসবের এখনো কিছুটা সময় বাকি থাকলেও প্রতিমালয়গুলোতে উৎসুক ভক্ত পূজারিদের ভিড় বাড়ছে। করোনা সংক্রমণ সহনীয় পর্যায়ে থাকায় এবার দুর্গোৎসব জমজমাট হবে বলে প্রত্যাশা তাদের। পূজার আগেই মূর্তির দোকানগুলো ঘুরে দেখছেন তারা, বেলকুচিতে এবার ৭০টি মণ্ডপে অনুষ্ঠিত হবে দুর্গাপূজা।
৮ views