সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সিরাজগঞ্জের চৌহালী ও বেলকুচিতে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। ফলে সার্বিক বন্যা ও নদী ভাঙন পরিস্থিতির আরও অবনতি হয়েছে।গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি ০৯সেন্টিমিটির বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৬৬সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে,বন্যায় বিস্তীর্ণ ফসলি জমি তলিয়ে যাওয়ায় নষ্ট হচ্ছে রোপা আমন ক্ষেত, বীজতলা, সবজিবাগান, বিভিন্ন ফসল। এদিকে পানি বৃদ্ধি পাওয়ায় নদী ভাঙন শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, ও মাদ্রাসা অব্যাহত রয়েছে।এতে অসহায় হয়ে পড়েছেন নদীপাড়ের মানুষ।
৪ views