রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শুক্রবার | ২৯ নভেম্বর ২০২৪ | ১৪ অগ্রহায়ণ ১৪৩১ | ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জে সলঙ্গায় হাট পেরিফেরির জায়গায় পাঁকা ঘর তোলার মহোৎসব চলছে
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জে রায়গঞ্জের সলঙ্গায় হাট পেরিফেরি জায়গায় পাঁকা ঘর তোলার মহাৎসব। অবরোধকৃত জায়গা গুলো প্রশাসনিক ব্যবস্থাপনায় উচ্ছেদ না করায় এলাকাবাসীর মধ্যে দারুণ ক্ষোভের সৃষ্টি হয়েছে।জানাযায়, উপজেলার ঐতিহ্যবাহী সলঙ্গা হাটটির মধ্যেপাড়া ভর মোহিনী মৌজা যাহার হাল দাগ নং ৫১৭। উক্ত হাটপেরিফেরির জায়গাটি এলাকার প্রভাবশালীদের ছত্রছায়ায় অর্ধ শতাধিক ঘর তুলে অবরোধ করে পাঁকা ঘর তোলার মহাৎসব চলছে। অবরোধকারীদের মধ্যে রয়েছে প্রভাবশালী আমজাদ হোসেন, করুনা সাহা, বরুন সাহা, যুগল পোদ্দার, শহীদ হোসেন, মাহাতাব উদ্দিন, মোঃ খোকন, মোঃ শহিদুল ইসলাম, মোঃ রাঙ্গা, রোকেয়া সুলতানা, নাজমুল আলম, মতিন, শেফালী বেগম, রফিকুল ইসলাম সহ আরো অনেকে এই পেরিফেরি জায়গায় পাঁকা ঘর তুলে কেউবা নিজেই ব্যবসা পরিচালনা করছেন, আবার ঘর ভাড়া দিয়ে হাতিয়ে নিচ্ছে লাখ লাখ টাকা।এ বিষয়ে ঘড়কা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা সাধন কুমার বসাকের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এই হাট পেরিফেরির জায়গা অবমুক্ত ও অবৈধ স্থাপনা গুলো উচ্ছেদের জন্য গত ১৯-০৯-২০২১ইাং তারিখে ১৮৫ নং স্মারকে একটি প্রতিবেদন দাখিল করেন।হাটপেরিফেরি জায়গায় অবৈধ পাঁকা স্থাপনা নির্মাণের ব্যাপারে ঘুড়কা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব জিল্লুর রহমানের কাছে জানতে চাইলে তিনি বলেন,, বিষয়টি আমি অবগত আছি। তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।এ ব্যাপারে সলঙ্গা থানা আ’লীগের সভাপতি আলহাজ্ব গফুর রায়হানের কাছে জানতে চাইলে তিনি এই কাজ উপজেলা প্রশাসনের ছত্রছায়ায় হচ্ছে। আমি সব সময় সরকারি জায়গায় অবৈধ ভাবে পাঁকা স্থাপনা নির্মাণের বিপক্ষে। ঐতিহাসিক রক্ষাক্ত সলঙ্গা দিবসের স্মৃতিসৌধ নির্মাণের জন্য অর্থ বরাদ্দ হলেও জায়গার অভাবে নির্মাণ করা যাচ্ছে না। সব জায়গা অপদখলে চলে গেছে।এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নুসরাত জাহানের কাছে জানতে চাইলে তিনি বলেন, হাট পেরিফেরির জায়গায় অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান এটি একটি চলমান প্রক্রিয়া। পর্যায়ক্রমে সকল হাটপেরিফেরির জায়গায় অবমুক্ত ও সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.