রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || শনিবার | ২৩ নভেম্বর ২০২৪ | ৮ অগ্রহায়ণ ১৪৩১ | ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে মানববন্ধন
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ দেশের বিভিন্ন স্থানে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদে সিরাজগঞ্জের শাহজাদপুরে প্রতিষ্ঠা রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।বৃহস্পতিবার আনুমানিক ১২.০০ ঘটিকার দিকে শাহজাদপুরের কান্দাপাড়ায় অবস্থিত প্রশাসনিক ভবনের সামনে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এর আয়োজনে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, রেজিস্ট্রার মোঃ সোহরাব আলী, সঙ্গীত বিভাগের চেয়ারম্যান মোঃ রওশন আলম প্রমুখ,মানববন্ধনে অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন, পরিচালক (অর্থ ও হিসাব বিভাগ) মোঃ গোলাম সরোয়ার, উপ পরিচালক শিবলী মাহবুব প্রমুখ।ট্রেজারার ও ভারপ্রাপ্ত ভিসি প্রফেসর আব্দুল লতিফ বলেন, বাংলাদেশের যারা বাস করি তারা সবাই সমান যারা এ ধরনের ঘটনাটি ঘটিয়েছে তাদেরকে আমরা ধিক্কার জানাই এবং অতি দ্রুত তাদের শাস্তি দাবি করছি। রেজিস্টার সোহরাব আলী বলেন , বাংলাদেশে সম্প্রদায়িক সম্প্রীতির দেশ, এখানে মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই একসাথে মিলেমিশে বাস করি, বাংলাদেশ সবার। বাংলাদেশের সংবিধানে ধর্মনিরপেক্ষতার কথা বলা হয়েছে যা পৃথিবীতে বিরল। প্রভাষক রওশন আলম বলেন, একটি কুচক্রী মহল সবসময়ই স্বাধীনতা ও শান্তি বিনষ্ট করতে চায়, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সবসময়ই এর বিরুদ্ধে সোচ্চার ভূমিকা পালন করে আসছে এবং আগামীতেও করবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.