রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জে ৪৬তম জাতীয় বি রেটেড দাবা চ্যাম্পিয়নশিপ অঞ্চল-৪ এর উদ্বোধন
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ বুদ্ধির খেলা দাবা শিখি, মানসিক স্বাস্থ্য ভালো রাখি এই স্লোগান কে সামনে রেখে সিরাজগঞ্জ জেলা পুলিশ ও জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে ৪৬তম জাতীয় "বি রেটেড দাবা চ্যাম্পিয়নশিপ ২০২১ অঞ্চল -৪ এর উদ্বোধন করা হয়েছে। অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মো: নূর আলম সিদ্দিকী (অপরাধ) এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ,বৃহস্পতিবার (২ ডিসেম্বর) বিকাল ৪টায় শহীদ মুক্তিযোদ্ধা কনস্টেবল আলাউদ্দিন ড্রিল সেডে এই দাবা টুর্নামেন্টের উদ্বোধন করা হয়।এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ পৌরসভার মেয়র সৈয়দ আব্দুর রউফ মুক্তা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মনির হোসেন, জেলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি ও দাবা উপ-কমিটির আহবায়ক বীর মুক্তিযোদ্ধা গাজী আলতাফ হোসেন, সহ ল-সভাপতি বীর মুক্তিযোদ্ধা হাসান খুশরু, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ এমদাদুল হক, সহ বিভিন্ন ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়বৃন্দ উপস্থিত ছিলেন।এ সময় প্রধান অতিথি জেলা প্রশাসক ড. ফারুক আহাম্মদ বলেন, খেলাধুলা মাধ্যমে শরীর ও মন মানুষিকতা ভালো থাকে। এ টুর্নামেন্ট গুলো থেকে বাংলাদেশের জাতীয় মানের খেলোয়াড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকে।উল্লেখ্য রাজশাহী বিভাগ ও রংপুর বিভাগের ১৬ টি জেলার খেলোয়াড়রা সহ ইউনিভার্সিটি খেলোয়াড়রা উপস্থিত ছিলেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.