রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জ পিসিআর ল্যাবে জানত্রিক ত্রুটি থাকায় ৫ দিন করোনার নমুনা পরীক্ষা বন্ধ
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে কারিগরি সংক্রমণের ফলে করোনা পরীক্ষার নমুনা অস্বাভাবিক ফলাফল দিতে শুরু করেছে পিসিআর মেশিন। ফলে ৫ দিন ধরে বন্ধ রয়েছে নমুনা পরীক্ষা। জানা গেছে, প্রতিদিন ১০০ নমুনা পরীক্ষায় গড়ে ৮০টির রেজাল্ট পজিটিভ আসায় গত ৫ দিন ধরে করোনার নমুনা পরীক্ষা বন্ধ রাখা হয়েছে। এতে এক হাজারেরও বেশি নমুনা জমে গেছে, এ অবস্থায় নতুন করে নমুনা নেওয়া বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।শুক্রবার (২০ আগষ্ট) এসব তথ্য নিশ্চিত করেছেন সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের ল্যাবের দায়িত্বপ্রাপ্ত ইনচার্জ ডা. শর্মিলী পাল,এদিকে, ল্যাব কর্তৃপক্ষ নমুনা না নেওয়ায় সংগ্রহ কার্যক্রম বন্ধ রেখেছে জেলার প্রতিটি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে চরম বিপাকে পড়েছেন রোগীরা, আশঙ্কা দেখা দিয়েছে ব্যাপকভাবে সংক্রমণ ছড়িয়ে পড়ার। সিরাজগঞ্জের একমাত্র পিসিআর ল্যাবটি দ্রুত চালুর দাবি জানিয়েছেন জেলার রোগীরা।করোনার নমুনা সংগ্রহ বন্ধ থাকায় জেলায় রোগীর সংখ্যা ও ঝুঁকি বেড়েই চলছে। একই সঙ্গে আগে নমুনাগুলো দীর্ঘ সময় ল্যাবে ফেলে রাখায় অকার্যকর হয়ে পড়ার আশঙ্কাও দেখা দিয়েছে।অধ্যক্ষ অধ্যাপক ডা. আমিরুল হোসেন চৌধুরী জানান, গত কোরবানির ঈদের পর থেকে করোনার নমুনা পরীক্ষার চাপ ক্রমেই বাড়ছে। এ অবস্থায় ল্যাবে সংক্রমণ শনাক্ত হওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়েছে। সংক্রমণের কারণে ল্যাবে করোনা পরীক্ষার ফলাফলে অস্বাভাবিক রিডিং আসায় পরীক্ষা বন্ধ রাখা হয়েছে,তিনি আরও বলেন, সংক্রমণ দূর করে ল্যাবটি ফের চালুর চেষ্টা করা হচ্ছে। একই সঙ্গে আগের নমুনাগুলো ঢাকায় পাঠানোর প্রক্রিয়া চলছে বলে তিনি জানান।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.