রেজিঃ নং ডিএ ৬০০৯ | বর্ষ ১৪ | ৪ পৃষ্ঠা ৩ টাকা || মঙ্গলবার | ২৬ নভেম্বর ২০২৪ | ১১ অগ্রহায়ণ ১৪৩১ | ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬
সিরাজগঞ্জ মেয়র কাপ ফুটবলে ফাইনালে উল্লাপাড়া
সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ সিরাজগঞ্জ আন্তঃ উপজেলা মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম সেমিফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১ জানুয়ারি ২০২২) বছরের প্রথম দিন সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে বিকেল ৩টা থেকে শাহজাদপুর ও উল্লাপাড়া উপজেলার মধ্যকার টান টান উত্তেজনাপূর্ণ সেমিফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হয়।নির্ধারিত সময়ে কোন দলই গোলের দেখা না পাওয়ায় খেলাটি গড়ায় ট্রাইবেকারে। ট্রাইবেকারে উল্লাপাড়া উপজেলা শাহজাদপুর উপজেলাকে ৪-৩ গোলে হারিয়ে সিরাজগঞ্জ আন্তঃউপজেলা মেয়র কাপ ফুটবল টুর্নামেন্টের প্রথম দল হিসেবে ফাইনালে খেলার যোগ্যতা অর্জন করে।খেলাটি উপভোগ করতে মাঠে বিপুল পরিমান দর্শক উপস্থিতি দেখা যায়।এ সময় উপস্থিত ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান মওদুদ আহমেদ, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এমদাদুল হক, জেলা ক্রীড়া সংস্থার সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা গাজী সফিকুল ইসলাম শফি, সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থার কার্য নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা গাজী ফজলুল মতিন মুক্তা, কার্যকরী সদস্য শফি ঈমাম, উল্লাপাড়া যুবলীগের আহবায়ক মীর উজ্জ্বল, জেলা ক্রীড়া সংস্থা অতিরিক্ত সাধারণ সম্পাদক ও সভাপতি জেলা ফুটবল এসোসিয়েশন কামরুল হাসান হিলটন, যুগ্ম সাধারণ সম্পাদক সন্জয় সাহা প্রমুখ,,খেলায় ম্যান অব দ্যা ম্যাচ হওয়ার গৌরব অর্জন করে উল্লাপাড়া দলের গোলরক্ষক শিল্টু।উল্ল্যেখ্য আগামীকাল বিকেল ৩ টায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে সেমিফাইনালের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে সিরাজগঞ্জ সদর বনাম রায়গঞ্জ।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]
Copyright © 2024 দৈনিক শিরোমনি | shiromoni.com. All rights reserved.