সিরিয়ার ইদলিব প্রদেশের উত্তরে তুর্কি সেনা ঘাঁটিতে অস্ত্রধারীদের হামলায় তিন তুর্কি সেনা নিহত হয়েছে। দেশটির বাবতু উপশহরের কাছে এ হামলার ঘটনা ঘটে।
এখন পর্যন্ত কোনো ব্যক্তি বা গোষ্ঠীও এই হামলার দায় স্বীকার করেনি।
সিরিয়ার উত্তরাঞ্চলের কিছু এলাকা এখনও নিয়ন্ত্রণ করছে তুর্কি বাহিনী এবং কয়েকটি সন্ত্রাসী গোষ্ঠী। এ বিষয়ে আন্তর্জাতিক অঙ্গনে ব্যাপক সমালোচনা চলছে।
সিরিয়ায় যুদ্ধবিরতি পর্যবেক্ষণে তৎপর রুশ কেন্দ্র এক বিবৃতিতে বলেছে, জাবহাতুন নুসরা গোষ্ঠীর সন্ত্রাসীরা লাতাকিয়া, হামা, আলেপ্পো ও ইদলিবে ২৪ ঘণ্টায় ২১ বার হামলা চালিয়েছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]