সিরিয়ায় ব্যবসা চালিয়ে যেতে জঙ্গি সংগঠন ইসলামিক স্টেটকে (আইএস) অর্থ দিয়েছিল ফ্রান্সের সিমেন্ট উৎপাদনকারী প্রতিষ্ঠান লাফার্জ। ২০১৩ ও ২০১৪ সালে জঙ্গি সংগঠনটির হাতে ৫০ লাখ ডলারের বেশি অর্থ তুলে দেয় প্রতিষ্ঠানটি। খবর নিউইয়র্ক টাইমসের
আইএসকে অর্থ দেওয়ার ঘটনা যুক্তরাষ্ট্রের আদালত পর্যন্ত গড়িয়েছে। বিষয়টি প্রমাণিত হওয়ায় মার্কিন বিচার বিভাগের সঙ্গে একটি আপসে যেতে হয়েছে লাফার্জকে। সে অনুযায়ী প্রায় এক দশক আগের ওই ঘটনার জন্য প্রতিষ্ঠানটিকে ৭৭ কোটি ৮০ লাখ ডলার জরিমানা দিতে হবে। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের ব্রুকলিন শহরের একটি আদালত এই জরিমানা করেছেন।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]