শাহ আলম,গোয়াইনঘাট সিলেট প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিলেটের তামাবিল সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টাকালে এক নাইজেরিয়ান নাগরিককে আটক করেছে বিজিবি।বিজিবি সুত্রে জানাযায় তামাবিল স্থলবন্দরের পিছনের ১২৭৫/6S সাব পিলার পাশদিয়ে এক নাইজেরিয়ান নাগরিক অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার গোপন সংবাদের ভিত্তিতে তামাবিল বিওপির নায়েক সুবেদার মো. সুরুজ আলী’র নেতৃত্বে একদল বিজিবি তামাবিল স্থলবন্দরের পিছনে অবস্থান নেয়।সোমবার (২৮ জুন) রাত ১০ টার দিকে ঝড়বৃষ্টি শুরু হলে ওই নাইজেরিয়ান নাগরিক বাংলাদেশে প্রবেশ কালে বিজিবি’র উপস্থিতি টের পেয়ে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করে। পরে বিজিবি জোয়ানরা ওই নাইজেরিয়ান নাগরিককে ধাওয়া করে আটক করেন।ধৃত নাইজেরিয়ান নাগরিকের নাম অনিবুচুকভু স্টেনলি ইগভু (৩২)। পাসপোর্ট নাম্বার-A10342855।পরে বিজিবি রাত ১টায় নাইজেরিয়ান নাগরিককে আইনি প্রক্রিয়া শেষে গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে।গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব বলেন রাত ১০টার দিকে বিজিবি সদস্যরা তামাবিল সীমান্তে ওই নাইজেরিয়ান নাগরিককে আটক করে রাত ১ টায় গোয়াইনঘাট থানায় হস্তান্তর করে। ধৃত আসামির বিরুদ্ধে প্রচোলিত আইনে মামলা দ্বায়ের করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
২ views