বোরহান উদ্দিন গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি: সিলেট জেলার গোয়াইনঘাট উপজেলার রাধানগর -গোয়াইনঘাট রোডে যাত্রীদের থেকে নেওয়া হচ্ছে অতিরিক্ত গাড়ি ভাড়া। যার ফলে ভোগান্তিতে সাধারণ জনগণ। সরজমিনে গোয়াইনঘাট উপজেলার সাধারণ জনগণের সাথে কথা বলে জানা যায় কোভিড১৯ মহামারীর সময় থেকে চলে আসছে এ অনিয়ম। কোভিড১৯ মহামারীর আগে এই রোডে গাড়ি ভাড়া ছিল ১৫ টাকা। মহামারী শুরু হওয়ার পর থেকে ৩০ টাকা করে গাড়ি ভাড়া নেওয়া হচ্ছে যাত্রীদের কাছে থেকে। যার ফলে ভোগান্তিতে সাধারণ জনগণসহ স্কুল কলেজের শিক্ষার্থী। রাধানগর-গোয়াইনঘাট রোডের সিএনজি চালিত ড্রাইভারদের এ অনিয়ম বন্ধের জন্য গোয়াইনঘাট এলাকাবাসী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা প্রশাসনসহ আইন শৃঙ্খলা বাহিনীর সুদৃষ্টি কামনা করছে এবং সরকারি বিধি মোতাবেক অত্র রোডের ভাড়া নির্ধারণ করার দাবি জানাচ্ছে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]