শাহআলম গোয়াইনঘাট(সিলেট)প্রতিনিধি দৈনিক শিরোমণিঃ
সিলেটের গোয়াইনঘাটে একই পরিবারের তিনজনকে জবাইকরে ও কুপিয়ে খুনকরেছে দুর্বৃত্তরা। আশঙ্কাজনক অবস্থায় একজনকে উদ্ধারকরে সিলেট এমএজিওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।গোয়াইনঘাট উপজেলার ফতেহপুর ইউনিয়নের বিন্নাকান্দি দক্ষিণপাড়া গ্রামে এ ঘটনা ঘটেছে।বুধবার সকালে স্থানীয় লোকজনের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশ তিনটি উদ্ধারকরে ও আহত ব্যক্তিকে হাসপাতালেপাঠায়।নিহত সকলের মাথায়, গলায় ও পিঠেধারালো অস্ত্রের কোপ দেখা দেখা গেছে।নিহতদের মধ্যে একজন নারী ও তার দুই সন্তান রয়েছে। আহত ব্যক্তি ওই নারীর স্বামী বলে জানা গেছে।নিহতরা হলেন, বিন্নাকান্দি গ্রামের হিফজুর রহমানের স্ত্রী আলিমা বেগম (৩০), তার ছেলে মিজান (১০) ও মেয়ে তানিশা (৩)। আশঙ্কাজনক অবস্থায় তাৎক্ষণিক হিফজুর রহমানকে (৩৫) ওসমানী হাসপাতালে পাঠানো হয়েছে।স্থানীয় এলাকার লোকজন ও পুলিশ জানায়, রাতেখাওয়া-দাওয়া শেষে হিফজুর তার স্ত্রী ও সন্তানদের নিয়ে ঘুমিয়ে পড়েন। বুধবার সকালে হিফজুর রহমান ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় প্রতিবেশীরা এসে ঘরে তিন জনের জবাইকরা ,কুপানো মরদেহ ও হিফজুরকে রক্তাক্ত দেখতে পান। এসময় তাদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে এশে গোয়াইনঘাট থানাপুলিশকে খবরদিলে থানারওসি মো.আব্দুল আহাদ একদল পুলিশনিয়ে ঘটনাস্থলে গিয়ে লাশতিনটিউদ্ধার করেন এবং হিফজুরকে হাসপাতালে পাঠান। হিফজুরের শরীরের বিভিন্ন স্থানে দায়ের কোপছিল।এদিকে ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে আসেন সিলেটের পুলিশ সুপার(এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম,গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল আহাদ তিনজন নিহত ও একজন আহতের ঘটনার সত্যতা নিশ্চিতকরে জানান, বটি দা দিয়ে কুপিয়ে কে বাকরা এ ঘটনা ঘটিয়েছে। পুলিশ ঘটনাস্থলে রয়েছে। ঘটনার কারণ খুঁজে দেখছে পুলিশ।ঘটনাস্থলে পরিদর্শন করেন সিলেটেরপুলিশ সুপার(এসপি) মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম।