দৈনিক শিরোমণি ডেস্ক রিপোর্ট :২২ ডিসেম্বর’২৩ কমিউনিস্ট বিপ্লবী নেতা কমরেড আবদুল হক এর-২৮-তম মৃত্যুবার্ষিকীতে জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট সিলেট জেলা শাখার উদ্যেগে বিকেল ৪টায় আলোচনা সভা অনুষ্টিত হয়। জেলা কমিটির সভাপতি এডভোকেট কুমার চন্দ্র রায় এর সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক মো. ছাদেক মিয়ার সঞ্চালনায় কমরেড আবদুর হকের জীবনী ও তার রাজনৈতিক জীবনের উপর সংক্ষীপ্ত লিখিত প্রবন্ধ পাঠ করেন এম.এ সালাম।
বক্তব্য রাখেন, এনডিএফ সিলেট জেলা শাখার সহ-সভাপতি অধ্যাপক আবুল ফজল, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ সিলেট জেলা শাখার সভাপতি সুরুজ আলী, এনডিএফ জেলা কমিটির দপ্তর সম্পাদক রমজান আলী পটু, শাহপরান থানা কমিটির সহ-সভাপতি আলাউদ্দিন ঝাড়–, জাতীয় ছাত্রদল শাবিপ্রবি শাখার সহ-সভাপতি সজিব আহমদ, সিলেট জেলা কমিটির আহবায়ক শুভ আজাদ (শান্ত), সিলেট জেলা প্রেস শ্রমিক ইউনিয়নের সভাপতি আবুল কালাম আজাদ সরকার, সিলেট জেলা স’মিল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রুহুল আমিন, সিলেট সদর উপজেলা স’মিল শ্রমিক সংঘ (রেজি নং চট্ট:২৮৭৪)-এর সভাপতি হজর আলী, সিলেট জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আনছার আলী, সিলেট রাইস মিল ট্রেডার্স শ্রমিক ইউনিয়নের সহ-সাধারণ সম্পাদক আবুল কালাম সহ প্রমূখ।
বক্তারা বলেন; কমরেড আবদুল হক সকল রূপের সুবিধাবাদ ও সংশোধনবাদের বিরুদ্ধে মার্কসবাদ-লেলিনবাদের আপোষহীন সংগ্রামের এক উজ্জ্বল প্রতীক। তাঁর নীতিনিষ্ঠতা, সর্বহারা চরিত্র, বিপ্লবী সাহস ও দৃঢ়তা, ব্যক্তিচিন্তা ব্যক্তিস্বার্থের ঊর্দ্ধে নিঃস্বার্থ নিবেদিত বিপ্লবী ভাবমানস, শ্রমিক কৃষক জনগণের মুক্তি সংগ্রামের উৎসর্গীকৃত প্রাণ, সহজ-সরল জীবনযাত্রা ও ত্যাগ-তিতিক্ষা এবং এদেশের জাতীয় গণতান্ত্রিক বিপ্লবী সংগ্রামের মহান দিক-নির্দেশনাকারী দৃষ্টান্ত।