আহসান হাবীব লায়েক সিলেট প্রতিনিধিঃ সিলেটে আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হলেন জকিগঞ্জ থানার ওসি মোঃ আবুল কাসেম। তিনি জকিগঞ্জ থানায় অফিসার ইনচার্জ হিসাবে যোগদানের পর প্রথম মাসেই পেয়েছিলেন জেলার শ্রেষ্ঠ ওসি’র মর্যাদা। পরপর দ্বিতীয় বারেরমতো আবারও জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হয়ে অনেকটা চমক সৃষ্টি করেছেন ওসি আবুল কাসেম।
মঙ্গলবার (১১ মে) সিলেট নগরীর রিকাবীবাজারস্থ পুলিশ লাইন্স মিলনায়তনে সিলেট জেলা পুলিশের মাসিক কল্যাণ সভায় মাদক উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তার, পরোয়ানাভূক্ত আসামী গ্রেফতার এবং আইনশৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ সহ নানা কাজে অবদান রাখায় তাকে পূনরায় জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসাবে নির্বাচিত করা হয়। সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম তাকে ক্রেস্ট, সনদ ও পুরস্কার প্রদানের মাধ্যমে এ স্বীকৃতি প্রদান করেন। এ সময় জেলা পুলিশের উর্ধ্বতন অফিসারবৃন্দ উপস্থিত ছিলেন।জানা যায়, গত ৩ মার্চ জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ হিসেবে যোগদান করেন মোঃ আবুল কাসেম। যোগদানের পর থেকে নিজ যোগ্যতা আর দক্ষতার বলে জকিগঞ্জের সচেতন ও সাধারণ এলাকাবাসীর মন জয় করেছেন। সেই সাথে একজন সফল ওসি হিসেবে যত গুণাবলী প্রয়োজন তা তিনি দেখাতে সক্ষম হয়েছেন। ওসি আবুল কাসেম এর নেতৃত্বে অপরাধীদের অপরাধ মূলক কর্মকান্ডের লাগাম টেনে ধরেছে জকিগঞ্জ থানা পুলিশ। অপরাধীদের কঠোর হাতে দমন করতে তৎপর হয়ে উঠেছেন সকল অফিসার ও ফোর্সবৃন্দ। জকিগঞ্জের ৯টি ইউনিয়নে ও পৌর এলাকার ৯টি ওয়ার্ডে থানা পুলিশের টহল অতিতের মতো থাকায় অপরাধমূলক কর্মকান্ড অনেকটাই কমেছে বলে জানান এলাকাবাসী। এলাকাবাসী বলেন,জকিগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো। জকিগঞ্জ থানা পুলিশের নিয়মিত টহল থাকায় অপরাধীদের আনাগোনা কমেছে।ওসি আবুল কাসেমের কর্মতৎপরতায় পরোয়ানাভূক্ত দাগী আসামি, মাদক কারবারি, মাদকসেবী, জুয়াড়ি সহ সকল অপরাধীরা চরম আতংকে রয়েছে। এলাকায় চুরি, ডাকাতিসহ ছিনতাইয়ের মত অপরাধ ওসি’র কঠোর হস্তক্ষেপে সহনশীল পর্যায় রয়েছে। বিভিন্ন অপকর্মে দ্রুত ব্যবস্থা নেওয়ায় এলাকাবাসী ওসি আবুল কাসেম এর প্রশংসা করছেন। শ্রেষ্ট অফিসার ইনচার্জ হিসেবে স্বীকৃতি পেয়ে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জকিগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ আবুল কাসেম বলেন, আমাকে সিলেট জেলার “শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ” হিসেবে পুরস্কৃত করায় মাননীয় পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভাল কাজের ধারাবাহিকতা বজায় থাকবে বলে আশাবাদ ব্যাক্ত করেন ।
১ view