মোঃ উস্তার আলী, সুনামগঞ্জ জেলা প্রতিনিধি: সুনামগঞ্জের ১৪৭টি হাওরে কৃষকদের একমাত্র বোরো ফসল রক্ষার জন্য সরকার দুইশত আট কোটি টাকা ব্যয়ে ফসল রক্ষা বাধেঁর কাজ পরিদর্শনে যান জেলা প্রশাসক দিদারে আলম মোহাম্মদ মাকসুদ চৌধুরী।শনিবার বিকেল ৩টায় জেলার বিশ^ম্ভরপুর উপজেলার বিশাল করচার হাওরের ১নং পিআইসি বাধঁটি পরিদর্শন করেন তিনি।এ সময় উপস্থিত ছিলেন পানি উন্নয়ন বোর্ডের সিলেট বিভাগের দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত প্রধান প্রকৌশলী খুশী মোহন সরকার,তত্বাবধায়ক প্রকৌশলী প্রবীর কুমার গোস্বামী,বিশ^ম্ভরপুর উপজেলা নির্বাহী অফিসার সাদিকুর রহিম জাদিদ,পানি উন্নয়ন বোর্ডের সুনামগঞ্জ অঞ্চলের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার ও বিশ^ম্ভরপুরের এসও মো. মনসুর রহমান প্রমুখ।জেলা প্রশাসক বাধঁ পরিদর্শন করে সন্তোষ প্রকাশ বলেছেন,বাধঁগুলো অন্যান্য বছরের তুলনায় এবার টেকসই বাধঁ হয়েছে এবং ইতিমধ্যে হাওরে ধান কাটা শুরু হয়েছে। ধান কাটার জন্যপ্রতিটি হাওরে হারভেস্টার মেশিন(ধান কাটার মেশিন) এবং দেশের বিভিন্ন জেলা হতে শ্রমিকরা এসে ধান কাটা শুরু করেছেন। তিনি আশাবাদি আবহাওয়া অনুকূলে থাকলে আগামী পনের দিনের মধ্যে কৃষকরা তাদের সোনালী ফসল ধান কেটে ঘরে তুলতে সক্ষম হবে।
সম্পাদক:সাহিদুর রহমান
অফিস:২৭/১১/২, তোপখানা রোড, পল্টন মোড়,ঢাকা -১০০০।
ফোন: ০১৯১১- ৭৩৫৫৩৩ ই- মেইল : [email protected], [email protected]